Babul Supriyo: বাবুলের উপরে ক্ষুব্ধ বিমান, পর্যটনমন্ত্রীকে সতর্ক করলেন অধ্যক্ষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
জানা গিয়েছে, এদিন বিধানসভায় বিধায়কদের উপস্থিতির হার নগন্য। তবে, তার মধ্যে শাসকদলের বিধায়কদের উপস্থিতির হার ছিল কম। এমনকি, উপস্থিত ছিলেন না সিনিয়র মন্ত্রীদের অনেকেই। প্রসঙ্গত, বিধানসভার উপস্থিতি নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: তাঁরই দফতরের প্রশ্নোত্তর পর্ব, অথচ সেই মন্ত্রীই কি না অধিবেশন কক্ষে ঢুকছেন দেরিতে৷ এমন কি, প্রশ্নকর্তা বিধায়কও এলেন সময়ের পরে৷ ঘটনায় এদিন যারপরনাই ক্ষুব্ধ হলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ বেশ খানিকটা বকাও দিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ বকা খেলেন শাসকদলের আরেক বিধায়কও৷
এদিন বিধানসভার স্পিকারের ক্ষোভের মুখে পড়েন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ সূত্রের খবর, এদিন তাঁর দফতরের প্রশ্নোত্তর পর্ব ছিল৷ কিন্তু, তা সত্ত্বেও নির্ধারিত সময়ের পরে তিনি অধিবেশন কক্ষে পৌঁছন বলে জানা গিয়েছে৷ আর তাতেই নাকি ক্ষুব্ধ হয়েছেন স্পিকার৷ পাশাপাশি, একই সঙ্গে দেরিতে আসা নিয়ে সতর্ক করা হয়েছে শাসকদলের বিধায়ক কল্লোল খাঁ-কে৷ এদিন কল্লোলবাবুই ছিলেন প্রশ্নকর্তা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, এদিন বিধানসভায় বিধায়কদের উপস্থিতির হার নগন্য। তবে, তার মধ্যে শাসকদলের বিধায়কদের উপস্থিতির হার ছিল কম। এমনকি, উপস্থিত ছিলেন না সিনিয়র মন্ত্রীদের অনেকেই। প্রসঙ্গত, বিধানসভার উপস্থিতি নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
August 24, 2023 1:13 PM IST