Unknown facts of Moon: চাঁদের মাটিতে সরাসরি প্রস্রাব করলেই... ঘটবে এই অদ্ভুতুড়ে ঘটনা, বলছেন খোদ বিজ্ঞানীরাই

Last Updated:
কিন্তু, প্রশ্ন, কোনও ব্যক্তি যদি সরাসরি চন্দ্রপৃষ্ঠে প্রস্রাব করে, তাহলে ঠিক কী হবে? উত্তরটা অবশ্য বিশ্লেষণ করে জানিয়েছেন বিজ্ঞানীরাই..শুনুন তাঁদের যুক্তি৷
1/6
চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রেখেছিলেন যে মহাকাশচারী, তাঁর নাম আমাদের সকলেরই জানা৷ তিনি নিল আর্মস্ট্রং৷ কিন্তু, নিতান্ত প্রয়োজনের তাগিদে চাঁদের মাটিতে দাঁড়িয়ে কি কোনও মহাকাশচারীকে প্রস্রাব করতে হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছিল৷ কে সেই মহাকাশচারী?
চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রেখেছিলেন যে মহাকাশচারী, তাঁর নাম আমাদের সকলেরই জানা৷ তিনি নিল আর্মস্ট্রং৷ কিন্তু, নিতান্ত প্রয়োজনের তাগিদে চাঁদের মাটিতে দাঁড়িয়ে কি কোনও মহাকাশচারীকে প্রস্রাব করতে হয়েছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, হয়েছিল৷ কে সেই মহাকাশচারী?
advertisement
2/6
 চাঁদের মাটিতে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়েছিল মহাকাশচারী এডউইন অলড্রিনকে৷ নিজের বই ‘নো ড্রিম ইজ টু হাই’-তে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এডউইন লিখেছিলেন, নিজের স্পেস স্যুটের ভিতরেই থাকা একটি বিশেষ থলির মধ্যে প্রস্রাব করতে হয়েছিল তাঁকে৷ কিন্তু, প্রশ্ন, কোনও ব্যক্তি যদি সরাসরি চন্দ্রপৃষ্ঠে প্রস্রাব করে, তাহলে ঠিক কী হবে? উত্তরটা অবশ্য বিশ্লেষণ করে জানিয়েছেন বিজ্ঞানীরাই..শুনুন তাঁদের যুক্তি৷
চাঁদের মাটিতে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়েছিল মহাকাশচারী এডউইন অলড্রিনকে৷ নিজের বই ‘নো ড্রিম ইজ টু হাই’-তে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে এডউইন লিখেছিলেন, নিজের স্পেস স্যুটের ভিতরেই থাকা একটি বিশেষ থলির মধ্যে প্রস্রাব করতে হয়েছিল তাঁকে৷ কিন্তু, প্রশ্ন, কোনও ব্যক্তি যদি সরাসরি চন্দ্রপৃষ্ঠে প্রস্রাব করে, তাহলে ঠিক কী হবে? উত্তরটা অবশ্য বিশ্লেষণ করে জানিয়েছেন বিজ্ঞানীরাই..শুনুন তাঁদের যুক্তি৷
advertisement
3/6
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস মেসেঞ্জার জানাচ্ছেন, ওই মহাকাশচারী যদি কোনও বায়ুচাপযুক্ত এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত কোনও ঘরের মধ্যে থাকেন, সেক্ষেত্রে, চাঁদ এবং পৃথিবীর মধ্যে একমাত্র পার্থক্য হবে মাধ্যাকর্ষণ।
গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস মেসেঞ্জার জানাচ্ছেন, ওই মহাকাশচারী যদি কোনও বায়ুচাপযুক্ত এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত কোনও ঘরের মধ্যে থাকেন, সেক্ষেত্রে, চাঁদ এবং পৃথিবীর মধ্যে একমাত্র পার্থক্য হবে মাধ্যাকর্ষণ।
advertisement
4/6
বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছয় ভাগের এক ভাগ। এর ফলে চাঁদে প্রস্রাব করলে তা পৃথিবীর তুলনায় আড়াই গুণ বেশি দূরে গিয়ে পড়বে। তবে কোনও ব্যক্তি যদি চাঁদের মাটিতে দাঁড়িয়ে স্পেসস্যুটের বাইরে সরাসরি প্রস্রাব করেন, বিজ্ঞানীরা জানাচ্ছেন, তার ফল হবে অন্য৷
বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছয় ভাগের এক ভাগ। এর ফলে চাঁদে প্রস্রাব করলে তা পৃথিবীর তুলনায় আড়াই গুণ বেশি দূরে গিয়ে পড়বে। তবে কোনও ব্যক্তি যদি চাঁদের মাটিতে দাঁড়িয়ে স্পেসস্যুটের বাইরে সরাসরি প্রস্রাব করেন, বিজ্ঞানীরা জানাচ্ছেন, তার ফল হবে অন্য৷
advertisement
5/6
চাঁদে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে৷ সেই কারণে, চন্দ্রপৃষ্ঠে সরাসরি প্রস্রাব করলে তা ফুটতে শুরু করে। কিন্তু সেই বাষ্প তখন চাঁদের দুর্বল মাধ্যাকর্ষণের কারণে ভেসে থাকবে না৷ মাটিতেই পড়ে যাবে। কারণ, বাষ্প বহন করার মতো কোনও বায়ুমণ্ডল চাঁদে নেই।
চাঁদে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে৷ সেই কারণে, চন্দ্রপৃষ্ঠে সরাসরি প্রস্রাব করলে তা ফুটতে শুরু করে। কিন্তু সেই বাষ্প তখন চাঁদের দুর্বল মাধ্যাকর্ষণের কারণে ভেসে থাকবে না৷ মাটিতেই পড়ে যাবে। কারণ, বাষ্প বহন করার মতো কোনও বায়ুমণ্ডল চাঁদে নেই।
advertisement
6/6
স্পেসস্যুটের ভিতরে চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের মতোই রাখা হয়। কিন্তু, চাঁদে স্পেসস্যুটের বাইরে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় সেই প্রস্রাব বাষ্পে পরিণত হয়ে যায়।
স্পেসস্যুটের ভিতরে চাপ পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের মতোই রাখা হয়। কিন্তু, চাঁদে স্পেসস্যুটের বাইরে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায় সেই প্রস্রাব বাষ্পে পরিণত হয়ে যায়।
advertisement
advertisement
advertisement