West Bengal Government Holiday List: প্রকাশিত হল ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা, পুজোয় এবার একটানা কতদিন?

Last Updated:

অন্যদিকে, কালীপুজো ও ভ্রাতৃদ্বিতীয় মিলিয়ে আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে। (West Bengal Government Holiday List)

প্রকাশিত হল ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা, পুজোয় এবার একটানা কতদিন?
প্রকাশিত হল ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা, পুজোয় এবার একটানা কতদিন?
#কলকাতা: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের জন্য ২০২২ সালের ছুটির তালিকা (West Bengal Government Holiday List)। শুক্রবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারিরা শুনে খুশিই হবেন যে, আগামী দুর্গাপুজোয় একটানা ১১ দিন ছুটি উপভোগ করতে পারবেন। ফলে ২০২২ সালের দুর্গাপুজোয় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান এখন থেকেই সেরে ফেলতে পারবেন তাঁরা ( West Bengal Government Holiday List)। অন্যদিকে, কালীপুজো ও ভ্রাতৃদ্বিতীয় মিলিয়ে আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে। (West Bengal Government Holiday List)
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল ছুটির তালিকা। এন আই অ্যাক্ট (Negotiable Instrument Act, 1881) অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারিদের আরও ২০টি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা। দুর্গাপুজোয় একটানা ১১দিন ছুটি পেতে চলেছেন কর্মীরা। এন আই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি মাত্র তিনদিন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর। কিন্তু রাজ্য সরকার আরও কয়েকটি দিন বাড়তি ছুটি ঘোষণা করেেছে।
advertisement
. .
advertisement
. .
২০২২ সালে রাজ্য সরকারি ছুটির তালিকা
১২ জানুয়ারি - স্বামী বিবেকানন্দের জন্মদিন
২৬ জানুয়ারি - প্রজাতন্ত্র দিবস
৫ ফেব্রুয়ারি - সরস্বতী পূজা
১৫ মার্চ – দোলযাত্রা
১৪ এপ্রিল – আম্বেদকর জয়ন্তী ও মহাবীর জয়ন্তী
advertisement
১৫ এপ্রিল – গুড ফ্রাইডে
৩ মে - ইদ
৯ মে - রবীন্দ্র জয়ন্তী
১৬ মে - বুদ্ধ পূর্ণিমা
৯ অগাস্ট - মহরম
১৫ অগাস্ট – স্বাধীনতা দিবস
৩ – ৫ অক্টোবর – দুর্গাপুজো
২৪ অক্টোবর – কালীপুজো
৮ নভেম্বর – গুরু নানকের জন্মদিন
আরও পড়ুন: পুরভোটে আসন বদলাতে পারে একাধিক নেতার, নতুন মুখ নিয়ে জল্পনা
তবে রবিবারে পড়ায় আগামী বছর একাধিক ছুটি নষ্টও হবে। তার মধ্যে রয়েছে ২৩ জানুয়ারি, ১০ এপ্রিল – হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, ১ মে, ১০ জুলাই বখরি ইদ, ২৫ সেপ্টেম্বর মহালয়া, ২ অক্টোবর, ৯ অক্টোবর লক্ষ্মীপূজা, ৩০ অক্টোবর ছট ও ২৫ ডিসেম্বর বড়দিন।
advertisement
আরও পড়ুন: কোন জেলার কত স্টুডেন্ট ক্রেডিট কার্ড নবান্নের? ১ জানুয়ারি বহু পড়ুয়ার মুখে ফুটবে হাসি
শুক্রবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ অক্টোবর, শুক্রবার পঞ্চমীর দিন সরকারি অফিসে পুজোর ছুটি পড়বে। দুর্গাপুজোর ছুটি চলবে লক্ষ্মীপুজোর পরদিন ১০ অক্টোবর পর্যন্ত। কালীপুজোতেও তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। পাশাপাশি দোল ও সরস্বতীপুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া, গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষে বিশেষ সম্প্রদায়ের কর্মচারীদের ছুটি থাকবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Government Holiday List: প্রকাশিত হল ২০২২-এর রাজ্য সরকারি ছুটির তালিকা, পুজোয় এবার একটানা কতদিন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement