Bhartiya Nyaya Samhita: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনা করার জন্য রাজ্যের রিভিউ কমিটির গঠন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debolina Adhikari
Last Updated:
review committee for review Bhartiya Nyaya Samhita: কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন আইন চালু করেছে। শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেন।
কলকাতা: কেন্দ্রের ন্যায় সংহিতা আইন নিয়ে পর্যালোচনার জন্য রাজ্য সরকার তৈরি করল রিভিউ কমিটি। সাত সদস্যের রিভিউ কমিটি তৈরি করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এই কমিটির মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি।
প্রসঙ্গত, কেন্দ্র সরকার ইতিমধ্যে নতুন আইন চালু করেছে। শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেন।
সেখানে তিনি দাবি করেন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম শীর্ষক এই তিনটি বিল কার্যকর হলে আইন থেকে ঔপনিবেশিক ব্রিটিশ জমানার প্রভাব এবং দাসত্বের মানসিকতা দূর হবে৷’
advertisement
advertisement
এই তিনটে বিলের রিভিউ করার জন্যই এই কমিটি তৈরি হয়েছে। মূলত কেন্দ্রের ন্যায় সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে নাকি? সেই সংক্রান্ত বিষয়টি খুটিয়ে দেখায় জন্যই এই রিভিউ কমিটির গঠন৷
advertisement
স্বরাষ্ট্র দফতর এর নির্দেশিকায় উল্লেখ রয়েছে, রাজ্য এই নিয়ে কেন্দ্রকে কিছু প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু রাজ্যের দেওয়া এই প্রস্তাব কেন্দ্র মানেনি। তাই জন্যই এই রিভিউ কমিটির গঠন।
ফৌজদরি আইনে সংশোধন আনা যায় কি না সেই নিয়ে পর্যালোচনা হওয়ার কথা এই কমিটিতে। সমস্ত দিক পর্যালোচনা করে তিন মাসের মধ্যেই রিপোর্ট দেবে এই কমিটি। প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বেই এই কমিটি তৈরি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2024 7:54 PM IST










