Prank Goes Wrong: মজার প্র্যাঙ্ক বদলে গেল দুর্ঘটনায়, ছাদ থেকে পড়ে মৃত্যু ১ মহিলার

Last Updated:

Woman Dies After Falling From Third Floor: পুলিশ তাৎক্ষণিকভাবে এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে৷ তাঁর দুই এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ঘটনাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷

তিনতলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার (Representative image)
তিনতলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার (Representative image)
মুম্বই: মজার প্র্যাঙ্ক বদলে গেল হৃদয়বিদারক ঘটনায়৷ ঘটনাটি ঘটেছিল মুম্বইয়ের ৩০ কিমি দূরে দোমিভ্যালি অঞ্চলে৷ ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার৷
মুম্বইয়ের একটি বিল্ডিংয়ের তৃতীয় তলায় একজন মহিলা তার বন্ধুদের সঙ্গে মজা করতে শুরু করে৷ কিন্তু এই মজাই কাল হয়ে যায়৷ গ্লোব স্টেট বিল্ডিংযের ছাদ থেকে হঠাৎই পড়ে যান তিনি৷
advertisement
মৃত মহিলার নাম নাগিনা দেবী মঞ্জিরাম৷ বিল্ডিং থেকে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে৷
advertisement
পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা যায়, বৃহস্পতিবার নাগিনা দেবী তার বন্ধুদের সঙ্গে বিল্ডিংয়ের তৃতীয় তলায় মজা করছিলেন, সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায় তাঁর এক বন্ধুর সঙ্গেও একই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে৷ কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন৷ বিল্ডিংয়ের নীচে চলা পথচারীরা কোনওভাবে তাঁকে বাঁচিয়ে ফেলে৷
advertisement
পুলিশ তাৎক্ষণিকভাবে এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দায়ের করেছে৷ জানা গিয়েছে বিল্ডিময়ের দারোয়ান হিসেবে কাজ করতেন৷ তিনি গুড়িয়া দেবী নামেও পরিচিত তিনি ৷ তাঁর দুই এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ঘটনাটি সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Prank Goes Wrong: মজার প্র্যাঙ্ক বদলে গেল দুর্ঘটনায়, ছাদ থেকে পড়ে মৃত্যু ১ মহিলার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement