Rolls-Royce: ছুরির আঘাতে জার্মানিতে নিজের বিলাসবহুল প্রাসাদে মৃত রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Former Head Designer At Rolls-Royce Stabbed To Death Inside His $3 Million Mansion In Germany: বিখ্যাত ভিনটেজ কার বিশেষজ্ঞ ইয়ান ক্যামেরন ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রোলস-রয়েস গাড়ির ডিজাইনের মূখ্যভূমিকায় ছিলেন তিনি৷ আগেও তাঁর বাড়িতে বারবার ডাকাতির চেষ্টা হয়েছে৷
বার্লিন: বিলাসবহুল গাড়ি রোলস রয়েসের প্রাক্তন ডিজাইনার ইয়ান ক্যামেরন জার্মানির হারসিং শহরের আমেরসি লেকের কাছে নিজস্ব ৩ মিলিয়ন ম্যানশনে ছুরিকাঘাতে নিহত হন।
তাঁর স্ত্রী ভেরেনা ক্লুসের আক্রমণ হয়৷ কোনওভাবে দেওয়াল বেয়ে প্রতিবেশীর বাড়িতে পালাতে সক্ষম হয়েছিলেন৷ সেখান থেকেই তিনি পুলিশকে ফোন করেছিলেন৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধে বেলায়৷
advertisement
বিখ্যাত ভিনটেজ কার বিশেষজ্ঞ ইয়ান ক্যামেরন ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রোলস-রয়েস গাড়ির ডিজাইনের মূখ্যভূমিকায় ছিলেন তিনি৷ আগেও তাঁর বাড়িতে বারবার ডাকাতির চেষ্টা হয়েছে৷ পুলিশের প্রাথমিক সন্দেহ, মূলত তাঁর গ্যারেজে থাকা মূল্যবান গাড়ির চুরি করার উদ্দেশ্যেই এই আক্রমণ হয়েছে৷
advertisement
জার্মান সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে ঘটনাটি ঘটানোর আগে সিসিটিভির সমস্ত তারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া করে দেওয়া হয়েছিল৷ পুলিশের প্রাথমিক তদন্তের পর বলেছেন, “একটা ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হয়েছে৷ সিসিটিভির তারগুলো কাটা হয়েছে৷ এর থেকে বোঝা যাচ্ছে ঘটনাটি পূর্বপরিকল্পিত৷ তবে কোনও চোর বা ডাকাত পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করেছে, এমন ঘটনা খুবই বিরল৷”
advertisement
কিছু প্রত্যক্ষদর্শী ব্যক্তির বিবরণ অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিটির উচ্চতা ১৮০ থেকে ১৯০ সেন্টিমিটার। হালকা রঙের প্যান্ট আর গাঢ় নীল রঙের সোয়েটশার্ট পরেছিলেন৷ হাতে হলদে সবুদ রঙের গ্লাফস ছিল৷ একটা লাল ব্যাকপ্যাক কাঁধে করে ঘটনাস্থল থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।
বিএমডব্লিউ (BMW)র ডিজাইনার এই ঘটনায় দুখপ্রকাশ করেন৷ বিএমডব্লিউ ইউরোপের একটা সংবাদমাধ্যমে একটি বিবৃতি জারি করে বলেছে: “আমাদের প্রাক্তন রোলস-রয়েস ডিজাইনারের মর্মান্তিক মৃত্যুর সংবাদে আমরা সকলেই গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সহমর্মিতা রইল” বিলাসবহুল অটোমোবাইল প্রস্তুতকারক বলেছেন।
advertisement
রোলস-রয়েসের সিইও ক্রিস ব্রাউনরিজও এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 1:53 PM IST