West Bengal Covid Restrictions: আগামিকাল থেকে রাজ্যে ফের বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়! খোলা যাবে না জিম, সেলুন, পার্ক, ঘোষণা নবান্নে...

Last Updated:

West Bengal Covid Restrictions: বর্তমান কোভিড ও ওমিক্রনের কথা মাথায় রেখেই আজ রবিবার নবান্ন থেকে ঘোষণা করা হল একগুচ্ছ বিধিনিষেধের।

৫) বিহার:  এরাজ্যে সমস্ত স্কুল-কলেজ কোচিং সেন্টার বন্ধ।  অনলাইনে চলছে ক্লাস। আগামী ৬  ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তার পরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
৫) বিহার: এরাজ্যে সমস্ত স্কুল-কলেজ কোচিং সেন্টার বন্ধ। অনলাইনে চলছে ক্লাস। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তার পরে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
#কলকাতা: করোনার বাড়বাড়ন্তে সিঁদুরে মেঘ গোটা দেশে। কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে বাংলাতেও (Coronavirus Update Bengal)। এই পরিস্থিতিতে আগেভাগেই লাগাম শক্ত করছে রাজ্য সরকার। বর্তমান কোভিড ও ওমিক্রনের কথা মাথায় রেখেই আজ রবিবার নবান্ন থেকে ঘোষণা করা হল একগুচ্ছ বিধিনিষেধের (West Bengal Covid Restrictions)। যা লাগা হবে আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই।
আগেই সোমবার থেকে যে কিছু কিছু নতুন বিধিনিষেধ (Covid Restrictions Bengal) ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এ নিয়ে নবান্নে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানেই সম্ভাব্য বিধিনিষেধ (West Bengal Covid Restrictions) নিয়ে আলোচনা হয়। এরপরেই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, সোমবার থেকে রাজ্যে সব স্কুল-কলেজ বন্ধ, খোলা যাবে না জিম, সেলুন, পার্ক, সুইমিংপুল বন্ধ রাখা হবে (West Bengal Covid Restrictions)।
advertisement
advertisement
চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ (Coronavirus Update Bengal) ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে ছাড়িয়ে গিয়েছে সাড়ে চার হাজারের গণ্ডি। অর্থাৎ, মাত্র ছয় দিনে দৈনিক আক্রান্তের (West Bengal Coronavirus Update) সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি হয়েছে রাজ্যে। এমনকি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
এদিকে আগামিকাল থেকেই শুরু হচ্ছে রাজ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার টিকাকরণ (West Bengal Covid Vaccination)। কলকাতার (Kolkata Coronavirus) ক্ষেত্রে সবকটি মেডিকেল কলেজ, ৩৭ টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেক বোরোতে একটি স্কুলে ও রাজ্যের ৪৭৯ টি ব্লকের একটি করে স্কুল-এ এছাড়াও কলকাতা বাদে রাজ্যের অন্যত্র ৩৩৮ টি সরকারি হাসপাতালে টিকাকরণ কাল শুরু হবে বলেও জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্কুল বন্ধ থাকলেও স্কুলে স্কুলে চলবে টিকাকরণ অভিযান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid Restrictions: আগামিকাল থেকে রাজ্যে ফের বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়! খোলা যাবে না জিম, সেলুন, পার্ক, ঘোষণা নবান্নে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement