WB Vaccination In Schools: রাজ্যে ১৫ থেকে ১৮ বয়সিদের টিকাকরণ আগামিকাল! কোন কোন স্কুলে দেওয়া হবে টিকা? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WB Vaccination In Schools: কলকাতার ক্ষেত্রে সবকটি মেডিকেল কলেজ, ৩৭ টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, প্রত্যেক বোরোতে একটি স্কুলে করোনা টিকাকরণ (West Bengal Covid-19 Vaccination) চলবে।
কলকাতার ক্ষেত্রে সবকটি মেডিকেল কলেজ, ৩৭ টি পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেক বোরোতে একটি স্কুলে ও রাজ্যের ৪৭৯ টি ব্লকের একটি করে স্কুল-এ করোনা টিকাকরণ (WB Vaccination In Schools) চলবে। এছাড়াও কলকাতা বাদে রাজ্যের অন্যত্র ৩৩৮ টি সরকারি হাসপাতালে টিকাকরণ কাল শুরু হবে বলেও জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্কুল বন্ধ থাকলেও সুষ্ঠু পরিবেশে যাবতীয় কোভিড বোধি মেনে স্কুলে স্কুলে চলবে টিকাকরণ (WB Vaccination In Schools) অভিযান।
advertisement
advertisement
এদিকে ভয় বাড়াচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী কোভিড রিপোর্ট (West Bengal Coronavirus Report)। কলকাতায় গতকালের থেকে ৮০০ এর ওপর বাড়ল সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন। কলকাতা বাদ দিয়ে আর কোনও জেলায় দৈনিক কোভিড সংক্রমণ (Coronavirus) হাজার পেরয়নি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে গত ২৪ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ৯৯৪ জন। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে কালিম্পং, এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৩ জন।
advertisement
অন্যদিকে বীরভূমে আক্রান্ত হঠাৎ করে অনেকটাই বেড়েছে, ১৪০ জন আক্রান্ত। করোনা সংক্রমণের (Coronavirus) হার গতকালের ১২.০২% থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৯৩%। যদিও আজও করোনা পরীক্ষা অনেকটাই কম হয়েছে, মাত্র ৩৮,৬৩৩ জনের। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান (West Bengal Coronavirus Report) বলছে, এই মুহূর্তে বঙ্গে করোনা অ্যাকটিভ কেস ১৭ হাজার ৩৮, গত ২৪ ঘণ্টাতেই শুধুমাত্র ৩৭৩৮ টি অ্যাকটিভ কেস বৃদ্ধি পেয়েছে।
advertisement
একইসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৪০৭ জন। শতাংশের হারে ৯৭.৭৭ শতাংশ। পজিটিভি রেটও বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় এই রেট ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৮,৬৩৩।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2022 8:45 PM IST