হোম /খবর /কলকাতা /
মুম্বই ও দিল্লির বিমান রোজ কলকাতা থেকে চলবে না, করোনা ঠেকাতে নতুন নির্দেশ

Mumbai Delhi Flight Restriction in West Bengal: মুম্বই ও দিল্লির বিমান রোজ কলকাতা থেকে চলবে না, করোনা ঠেকাতে নতুন নির্দেশ নবান্নের

Mumbai Delhi Flight Restriction in West Bengal

Mumbai Delhi Flight Restriction in West Bengal

তাই মুম্বই ও দিল্লিগামী বিমান সোমবার থেকে সপ্তাহে ২ দিন করে চলবে (Mumbai Delhi Flight Restriction in West Bengal)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। তার উপর কলকাতা-সহ সমস্ত জেলায় হু হু করে বাড়ছে করোনা। ফলে করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন, ৩ জানুয়ারি থেকে করোনার বিধিনিষেধ কড়া হবে। সেই মতো রবিবার, মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন নবান্নের নতুন করোনা নির্দেশিকা।

রাজ্যে করোনাভাইরাস ও ওমিক্রনের বাড়বাড়ন্তের বেশিরভাগই বিমানযাত্রী (Mumbai Delhi Flight Restriction in West Bengal)। রাজ্য ও দেশের বাইরে থেকে বহু যাত্রীই রাজ্যে এসে করোনা পজিটিভ ধরা পড়েছেন। ফলে দমদম বিমানবন্দর থেকে বিমান ওঠানামর ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করেছে রাজ্য সরকার। ওমিক্রন ও করোনা আক্রান্তের ক্ষেত্রে দেশে এই মুহূর্তে মহারাষ্ট্র ও দিল্লি শীর্ষে রয়েছে। তাই মুম্বই ও দিল্লিগামী বিমান সোমবার থেকে সপ্তাহে ২ দিন করে চলবে (Mumbai Delhi Flight Restriction in West Bengal)। সোমবার ও শুক্রবার শুধু উড়বে দিল্লি ও মুম্বইগামী বিমান (Mumbai Delhi Flight Restriction in West Bengal)। দিল্লি ও মুম্বই থেকে কলকাতা আসার বিমান কবে কবে চলবে তা অবশ্য জানানো হয়নি।

আরও পড়ুন: দুয়ারে সরকার নিয়ে চিন্তা করবেন না, নতুন দিনক্ষণ জানিয়ে দিল সরকার

অন্যদিকে, ব্রিটেন থেকে এই মুহূর্তে কোনও বিমান কলকাতায় আসতে পারবে না। অন্য আন্তর্জাতিক বিমানযাত্রীদের কলকাতায় আরটিপিসিআর বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি কাল থেকেই সমস্ত সরকারি, বেসরকারি অফিসে ফের ঘুরিয়ে ফিরিয়ে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ কাল থেকেই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে৷ পাশাপাশি বন্ধ হচ্ছে সুইমিং পুল, স্পা, সেলুন, জিম, বিউটি পার্লার, ওয়েলনেস সেন্টার৷ লন্ডন সহ ইউকে থেকে কলকাতায় আসা সমস্ত বিমানও আগামিকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে৷

আরও পড়ুন: সাতটা বাজলেই বন্ধ লোকাল, অফিসে ৫০ শতাংশ কর্মী, কাল থেকে কড়া বিধিনিষেধ রাজ্যে

মুখ্যসচিব আরও জানান, করোনা পরিস্থিতির কারণেই রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প বাতিল করা হয়েছিল। এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের ওই ক্যাম্প চালু হবে। রাজ্যে উদ্ভুত করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতির উপর বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব। ফ্রেব্রুয়ারিতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Coronavirus, Covid Guideline, Nabanna