West Bengal Coronavirus: করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই ফের রাস্তায় রেড ভলেন্টিয়ার্স! চলছে মাইকিং-স্যানিটাইজেশন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Coronavirus: করোনা যুদ্ধে প্রথম থেকেই মানুষের পাশে থাকা রেড ভলেন্টিয়ার্সরা আজ আবার শহরে রাজপথে, গলিতে। করোনা নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন তাঁরা।
#কলকাতা: করোনা আক্রান্ত রোগীর (West Bengal Coronavirus) পরিবার পরিজনদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা, শুধু তাই নয় প্রতিনিয়ত বাজার হাটে তাঁরা মাইকিং করে প্রচার করে চলেছেন। করোনা যুদ্ধে প্রথম থেকেই মানুষের পাশে থাকা রেড ভলেন্টিয়ার্সরা (Red Volunteers) আজ আবার শহরে রাজপথে, গলিতে। করোনা নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন তাঁরা। শুধু শহর কলকাতা নয়, গ্রাম গঞ্জের ছোটখাটো বাজার এলাকাগুলিতেও প্রতিনিয়ত স্যানিটাইজেশনের কাজ চালাচ্ছেন ওঁরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ করবে রেড ভলেন্টিয়ার্স। প্রতিনিয়ত মাইকে এই মর্মে প্রচার করছে রেড ভলেন্টিয়ার কর্মী-সমর্থকরা।
advertisement
এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি এলাকায়। যোদি দাসপুর ২ ব্লকের রেড ভলেন্টিয়ার্সদের দাবি, 'কোনও একদিন নয়, তাঁরা প্রতিনিয়ত করে চলেছেন এই ধরনের প্রচার (West Bengal Coronavirus)। পাশাপাশি তাঁরা এলাকার মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা শিবির চালু রেখেছেন। রেড ভলান্টিয়ার্স-দের (Red Volunteers) দাবি তাঁদের একটা ফোন করলে তাঁরা সঙ্গে সঙ্গে সাহায্য নিয়ে পৌঁছে যাবেন করোনা আক্রান্তের বাড়িতে। শুধু তাই নয় যেকোনও বিপদে পড়লে তারা পৌঁছে যাবে বলেও জানান তাঁরা।
advertisement
প্রসঙ্গত, করোনার (West Bengal Coronavirus) প্রথম ঢেউয়ের সময় থেকেই বামেরা রাজ্যের মানুষের পাশে দাঁড়ানর জন্য কমিউনিটি কিচেন ও শ্রমজীবী ক্যান্টিন গড়ে তুলেছিলেন। বাম ছাত্র যুব কর্মীরা অঞ্চলভিত্তিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিল স্বেচ্ছাসেবক টিম (Red Volunteers), যা পরবর্তীকালে মানুষের কাছে রেড ভলেন্টিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা আক্রান্ত মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন নিয়ে পৌছে গিয়েছিল সমাজ বদলের স্বপ্ন দেখা একদল দামাল ছেলেমেয়েরা।
advertisement
সুকান্ত চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 9:21 AM IST