হোম » ছবি » দক্ষিণবঙ্গ » ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

  • Bangla Digital Desk

  • 16

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    মাঘের শুরু থেকেই শীতের (West Bengal Weather Update) জোরদার ব্যাটিং চলছে বাংলার আবহাওয়ায়। তবে  তা বেশি দিন স্থায়ী হবে না বলেই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের হাড়কাঁপুনীর মধ্যেই আবহাওয়ার পূর্বাভাস  (Rain Forecast Bengal) বলছে ফের রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে।

    MORE
    GALLERIES

  • 26

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    আবহাওয়া দফতর  (West Bengal Weather Update) জানিয়েছে,আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  প্রধানত পরিষ্কার-শুষ্ক আবহাওয়া থাকবে। তবে সোম-মঙ্গলবার গোটা রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস বলছে, আবহাওয়ার অবনতি শুরু হবে সপ্তাহশেষেই। অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টির  (Rain Forecast Bengal)সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 36

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে (Rain Forecast Bengal)। ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনার জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update) । অন্যান্য জেলাগুলোয় ২১  এবং ২২  তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে।

    MORE
    GALLERIES

  • 46

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকেই শুরু হবে বৃষ্টি। দার্জিলিং কালিম্পং এ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার থেকেই।  উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮  ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখ দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির  (Rain Forecast Bengal)সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 56

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    কলকাতার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং ২১ ও ২২ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকবে। সোমবার সকালে কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। য স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ছিল। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

    MORE
    GALLERIES

  • 66

    West Bengal Weather Update: ফের নাজেহাল করবে বৃষ্টি! রাজ্যে হিমশীতল আবহাওয়া, ঝড়-জল কাঁপাবে সপ্তাহের শেষে...

    জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পূবালী গরম হওয়ায় সংঘাতে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি দেখা দিয়েছে। আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া। সকালে কয়েকটি জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। আগামিকাল থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ৪৮ ঘণ্টা পর থেকে বেশ কিছুটা বেড়ে যাবে রাতের তাপমাত্রা।
    বিশ্বজিৎ সাহা

    MORE
    GALLERIES