'এত অবহেলা কেন?' বাগুইহাটি কাণ্ডে ফুঁসে উঠলেন মমতা! প্রশ্নের মুখে সিপি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Baguiati Murder Case: মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিধাননগরের পুলিশ সুপারও। এত অবহেলা কেন? পুলিশ সুপার সুপ্রতিম সরকারকে বলেন মুখ্যমন্ত্রী।
#কলকাতা: রিভিউ বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের র বক্তব্যে বাগুইহাটি প্রসঙ্গ। পুলিশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন-শৃঙ্খলা সব পুলিশের আধিকারিকদের সামনে ক্ষোভ প্রকাশ।"আইসিকে সাসপেন্ড করা উচিত তোমাদের"। বৈঠকে মুখ্যমন্ত্রী পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে এমনটাই বলেন।
মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিধাননগরের পুলিশ সুপারও। এত অবহেলা কেন? পুলিশ সুপার সুপ্রতিম সরকারকে বলেন মুখ্যমন্ত্রী। রিভিউ বৈঠকের শুরুতেই বাগুইআটি কাণ্ড নিয়ে মমতার মন্তব্যেই স্পষ্ট, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। দুই ছাত্রের খুনের ঘটনায় তৎপর রাজ্য সরকার৷
advertisement
advertisement
ইতিমধ্যেই বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ এ দিন মমতার বৈঠকের আগেই নবান্ন থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের যে গাফিলতি ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতার মেয়র৷
advertisement
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷ মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন৷ আজই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি আধিকারিকরা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন ফিরহাদ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 2:16 PM IST