Baguiati Twin Murder Case: বাগুইআটি কাণ্ডে 'ব্যথিত' মমতা, আইসি-কে ক্লোজ করে তদন্তে সিআইডি! জানালেন ফিরহাদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷
#কলকাতা: বাগুইআটিতে দুই ছাত্রের খুনের ঘটনায় তৎপর রাজ্য সরকার৷ বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে ক্লোজ করে তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডি-কে৷ এ দিন নবান্ন থেকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ বাগুইআটি কাণ্ডে পুলিশের যে গাফিলতি ছিল, তা কার্যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ৷
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, দুই ছাত্রের খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত৷ মুখ্যমন্ত্রী নিজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি-কে নির্দেশ দিয়েছেন৷ আজই বিধাননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন সিআইডি আধিকারিকরা৷ তদন্তের শুরুতেই পুলিশের সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন ফিরহাদ৷
ফিরহাদ হাকিম এ দিন বলেন, 'আইসি-র আরও তৎপর হওয়া উচিত ছিল, পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল৷ প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমন কি সিআইডি-র সঙ্গে কথা বলা উচিত ছিল৷ আইসি-কে ক্লোজ করা হল, সিআইডি এই তদন্ত করবে৷ মুখ্যমন্ত্রী খুবই দুঃখ পেয়েছেন, তিনি অত্যন্ত বেদনার মধ্যে আছেনষ৷ দুটো বাচ্চা ছেলের সঙ্গে এরকম হল৷ এই দুঃখের সময় আমরা পরিবারের পাশে আছি৷ দোষীদের সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে৷ কাউকে ছাড়া হবে না৷ মুখ্যমন্ত্রী ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন৷'
advertisement
advertisement
গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে অপহূত হয় অতনু দে এবং অভিষেক নস্কর৷ ওই দিন রাতেই তাদের খুন করে দুষ্কৃতীরা৷ অথচ প্রায় দু' সপ্তাহ ধরে দুই ছাত্রের দেহ বসিরহাটের পুলিশ মর্গে পড়ে থাকলেও সেই খবর পায়নি বাগুইআটি থানার পুলিশ৷ শেষ পর্যন্ত, গতকাল দুই ছাত্রের খুনের ঘটনা প্রকাশ্যে আসে৷ এর পর থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক গাফিলতির অভিযোগ সামনে আসতে শুরু করে৷ এই ঘটনায় এখনও ফেরার মূল অভিযুক্ত সতেন্দ্র চৌধুরী৷
advertisement
বাগুইআটির এই ঘটনাকে হাতিয়ার করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা৷ পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ আজই বাগুইআটি থানায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ এরই মধ্যে বাগুইআটির ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার৷
রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি নিহত ছাত্র অতনু দে-র বাবা বিশ্বনাথ দে৷ ছেলের খুনিদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 1:16 PM IST