Baguiati Twin Murder: আজ বাগুইআটি যাচ্ছেন শুভেন্দু, দুই কিশোরের হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় পরের পর প্রশ্ন

Last Updated:

গত ২২ অগাস্ট নিখোঁজ হয় বাগুইআটির বাসিন্দা দুই কিশোর অতনু দে এবং অভিষেক নস্কর৷ অভিযোগ, দুই কিশোরকে ওই দিন রাতেই খুন করে অপহরণকারীরা৷

নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
নিহত দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্কর৷
#বাগুইআটি: দুই মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরের হত্যা কাণ্ডে একের পর এক গাফিলতির অভিযোগে রীতিমতো প্রশ্নে বিধাননগর পুলিশ কমিশনারেট৷ নির্দিষ্ট ভাবে বললে, বাগুইআটি থানার িবরুদ্ধেই চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠছে৷ এ দিন যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতোই৷
বাগুইআটি কাণ্ডকে হাতিয়ার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে বিজেপি সহ বিরোধী দলগুলি৷ এ দিন সকাল থেকেই বাগুইআটি থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি-র মহিলা মোর্চার কর্মীরা৷ আজ দুপুরেই বাগুইআটি থানায় যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বিজেপি-র পাশাপাশি এ দিন বাগুইআটি থানার বাইরে মিছিল করে বামেরাও৷ আজ বিকেলেই বাগুইআট থানায় যাওয়ার কথা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷
advertisement
গত ২২ অগাস্ট নিখোঁজ হয় বাগুইআটির বাসিন্দা দুই কিশোর অতনু দে এবং অভিষেক নস্কর৷ অভিযোগ, দুই কিশোরকে ওই দিন রাতেই খুন করে অপহরণকারীরা৷ দুই কিশোর নিখোঁজ হওয়ার পরের দিনই অর্থাৎ ২৩ অগাস্ট বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করে দুই কিশোরের পরিবার৷
advertisement
advertisement
এর পর যথাক্রমে ২৩ এবং ২৫ অগাস্ট ন্যাজাট এবং হাড়োয়া এলাকা থেকে দুই কিশোরের দেহ উদ্ধার করে বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত দু'টি থানার পুলিশ৷ অজ্ঞাতপরিচয় হিসেবে অতনু এবং অভিষেকের দেহ দু'টি ময়নাতদন্তের পর বসিরহাট পুলিশ মর্গেই পড়ে ছিল৷ এর মধ্যে থানা, কাউন্সিলর থেকে শুরু করে ভবানী ভবন পর্যন্ত ছোটাছুটি করেও সুরাহা পায়নি নিখোঁজ দুই কিশোরের পরিবার৷ কারণ পুলিশ তখনও জানত না দুই কিশোরকে খুন করা হয়েছে৷
advertisement
পুলিশের এই সমস্ত গাফিলতির অভিযোগ গতকালই সামনে আসে৷ শেষ পর্যন্ত অপহরণকারীদের পাঠানো এসএমএস-এর সূত্র ধরে এক অভিযুক্তকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ৷ তার পরেই খুনের কথা জানতে পারে তারা৷ কিন্তু এ দিন যে খবর সামনে এসেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর৷
সূত্রের খবর, মাত্র দু' দিনের ব্যবধানে দুই কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় সন্দেহ হয় বসিরহাট জেলা পুলিশের কর্তাদের৷ এর পরই লাগোয়া বিধাননগর পুলিশ কমিশনারেটকে দুই কিশোরের মৃতদেহের ছবি পাঠিয়ে দেওয়া হয় বলেই দাবি ওই সূত্রের৷ বসিরহাট পুলিশের পক্ষ থেকে বিধাননগর কমিশনারেটকে অতনু এবং অভিষেকের মৃতদেহের ছবি পাঠানো হয়ে থাকলে, তার পরেও কেন বাগুইআটি থানার পুলিশ তাদেরকে চিহ্নিত করতে পারল না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ উল্টে সেই সময় প্রায় প্রতিদিনই দুই কিশোরের পরিবারকে ছেলেদের ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিয়ে গিয়েছে বাগুইআটি থানার পুলিশ৷
advertisement
অপহরণের দিনই ওই দুই কিশোরকে খুন করা হয়৷ তখনও পুলিশে অভিযোগ দায়ের করেনি দুই ছাত্রের পরিবার৷ ফলে দুই কিশোরকে বাঁচানোর সুযোগ ছিল না পুিলশের সামনে৷ কিন্তু আরও আগে বাগুইআটি থানা সক্রিয় হলে হয়তো অভিযুক্তদের আরও আগে ধরা যেত৷ কারণ মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনও ফেরার৷ সবমিলিয়ে বাগুইআটি কাণ্ডে ফের একবার মুখ পুড়ল পুলিশের৷ বিভিন্ন দুর্নীিত ইস্যুতে চাপে থাকা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার নতুন অস্ত্রও পেয়ে গেল বিরোধীরা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baguiati Twin Murder: আজ বাগুইআটি যাচ্ছেন শুভেন্দু, দুই কিশোরের হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় পরের পর প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement