#কলকাতা: দুই কাউন্সিলরকে (Councillor Murder) খুনের ঘটনার পরই জেলার পুলিশ কর্তাদের আরও তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তার পর এ দিনই মুখ্যসচিব পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷
নবান্ন সূত্রে খবর, যে ১০৭টি পুরসভায় নির্বাচন হয়েছে, তার মধ্যে ২৮টি পুরসভাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে পুলিশ- প্রশাসন৷ এই পুর এলাকাগুলিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও গন্ডগোল না হয়, তা নিশ্চিত করতে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷
আরও পড়ুন: "খড়গপুরে করে দেখান...", দিলীপ ঘোষকে 'বিরাট' চ্যালেঞ্জ ছুড়লেন বাবুল! কী সে কাজ?
এর পাশাপাশি আনিস খানের মৃত্যুর ঘটনার পর সিভিক পুলিশদের নিয়েও পুলিশ কর্তাদের সতর্ক করা হয়েছে৷ সিভিক পুলিশদের যাতে আরও ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তাদের৷
আরও পড়ুন: বদলে যাবে দার্জিলিং! ক্ষমতায় এসেছে হামরো পার্টি, এবার কি তবে...
কারণ নবান্নের নজরে এসেছে, বিভিন্ন ঘটনায় সিভিক পুলিশের নাম জড়িয়ে তাতে নিজেদের এক্তিয়ার এবং দায়িত্ব সম্পর্কে সিভিক পুলিশকর্মীদের আরও সচেতন করার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷
এ ছাড়াও দোল নিয়েও পুলিশকে সতর্ক করা হয়েছে৷ দোলে যাতে কোনও ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে৷ দোলের দিন এবং তার পরের দিন সিনিয়র অফিসারদের জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে হবে। দোল ছাড়াও আগামী শনিবার শবে বরাত রয়েছে৷ কোনও ধরনের সাম্প্রদায়িক ঝামেলা যাতে না হয়,তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Civic Police