Councillor Murder Case: প্রশিক্ষিত করতে হবে সিভিক পুলিশকে, বার বার বিতর্কের জেরে নির্দেশ মুখ্যসচিবের

Last Updated:

আনিস খানের মৃত্যুর (Anis Khan Death) ঘটনার পর সিভিক পুলিশদের নিয়েও পুলিশ কর্তাদের সতর্ক করা হয়েছে৷

সিভিক পুলিশকে নিয়ে সতর্ক হতে বলল নবান্ন৷ (প্রতীকী ছবি)
সিভিক পুলিশকে নিয়ে সতর্ক হতে বলল নবান্ন৷ (প্রতীকী ছবি)
#কলকাতা: দুই কাউন্সিলরকে (Councillor Murder) খুনের ঘটনার পরই জেলার পুলিশ কর্তাদের আরও তৎপর হতে নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী৷ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তার পর এ দিনই মুখ্যসচিব পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷
নবান্ন সূত্রে খবর, যে ১০৭টি পুরসভায় নির্বাচন হয়েছে, তার মধ্যে ২৮টি পুরসভাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে পুলিশ- প্রশাসন৷ এই পুর এলাকাগুলিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনও গন্ডগোল না হয়, তা নিশ্চিত করতে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷
advertisement
advertisement
এর পাশাপাশি আনিস খানের মৃত্যুর ঘটনার পর সিভিক পুলিশদের নিয়েও পুলিশ কর্তাদের সতর্ক করা হয়েছে৷ সিভিক পুলিশদের যাতে আরও ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্তাদের৷
কারণ নবান্নের নজরে এসেছে, বিভিন্ন ঘটনায় সিভিক পুলিশের নাম জড়িয়ে তাতে নিজেদের এক্তিয়ার এবং দায়িত্ব সম্পর্কে সিভিক পুলিশকর্মীদের আরও সচেতন করার পরামর্শ দিয়েছেন মুখ্যসচিব৷
advertisement
এ ছাড়াও দোল নিয়েও পুলিশকে সতর্ক করা হয়েছে৷ দোলে যাতে কোনও ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে বিষয়টি নজরে রাখতে বলা হয়েছে৷ দোলের দিন এবং তার পরের দিন সিনিয়র অফিসারদের জেলার বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে হবে। দোল ছাড়াও আগামী শনিবার শবে বরাত রয়েছে৷ কোনও ধরনের সাম্প্রদায়িক ঝামেলা যাতে না হয়,তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Councillor Murder Case: প্রশিক্ষিত করতে হবে সিভিক পুলিশকে, বার বার বিতর্কের জেরে নির্দেশ মুখ্যসচিবের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement