Babul Supriyo | Dilip Ghosh: "খড়গপুরে করে দেখান...", দিলীপ ঘোষকে 'বিরাট' চ্যালেঞ্জ ছুড়লেন বাবুল! কী সে কাজ?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Babul Supriyo | Dilip Ghosh: বালিগঞ্জে দেওয়াল লিখনের মাধ্যমে তাঁর খেলা শুরু হয়েছে উপনির্বাচনের ময়দানে। সোমবারই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।
#কলকাতা: বিজেপিতে থাকাকালীনই একাধিক সময়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বিতর্ক ও মন্তব্য-পাল্টা মন্তব্যে জড়িয়েছেন বাবুল সুপ্রিয়। বিশেষ করে মন্ত্রিত্ব যাওয়ার পর বাবুলের ফেসবুক পোস্ট ঘিরে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। ট্যুইটে সমানে তার টক্কর দিয়েছেন বাবুল। এমনকি বিজেপি ছাড়ার পরেও দিলীপ-বাবুলের (Babul Supriyo | Dilip Ghosh) তোপ-পালটা তোপ দেখেছে বাংলার মানুষ। এবার বালিগঞ্জ থেকে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরেও ফের একবার দিলীপ ঘোষকে নজিরবিহীন আক্রমণ বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo)।
বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এবার বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নাম ঘোষণা হওয়ার পরেই সোমবার থেকেই মাঠে নেমে পড়েন বাবুল (Babul Supriyo | Dilip Ghosh)। বালিগঞ্জে দেওয়াল লিখনের মাধ্যমে তাঁর খেলা শুরু হয়েছে উপনির্বাচনের ময়দানে। সোমবারই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আর সেখানেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানানোর পাশাপাশি একযোগে দিলীপ ঘোষ এবং তথাগত রায়কে তীব্র আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী।
advertisement
advertisement
Since ystrday several @BJP4Bengal leaders congratulated me•'V Happy for u'-they said•Few of them r my acquaintances beyond politics but MOST are not•Amused to see them sit on TV now as experts to criticise me running frm #Ballygunge #AmusinglyFunnyHypocrites 😂@AITCofficial
— Babul Supriyo (@SuPriyoBabul) March 14, 2022
advertisement
এদিন বাবুল বলেন, "দিলীপ ঘোষের (Babul Supriyo | Dilip Ghosh) মন্তব্যের উত্তর এতদিন দিয়ে এসেছি! কিন্তু ওনার কথায় কিছু বলাটাও রুচিতে বাধে।" দিলীপ ঘোষ মিথ্যা কথা বলেন বলেও এদিন কটাক্ষ শানান তৃণমূলের বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তিনি বলেন, "উনি ভুলে গিয়েছেন রাজনীতিতে উনি আমার থেকেও জুনিয়র। বাংলায় আসার আগে কোথায় ছিলেন সবাই আমরা জানি! শুধু তাই নয়, দিলীপ ঘোষকে 'এন্টারটেনমেন্ট ফ্যাক্টর' বলেও তীব্র আক্রমণ করেন প্রাক্তন বিজেপি নেতা। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি।
advertisement
বাবুল সুপ্রিয় (Babul Supriyo | Dilip Ghosh) বলেন, "পার্কে রোজ সকালে হাঁটতে যান...আর কিছু বলেন, আর খোরাক হন! তা নিয়েই সারাদিন সবাই পড়ে থাকে।" এরপরেই দিলীপ ঘোষকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বাবুল। বলেন, "আসানসোল আমি হাতের তালুর মতো চিনি! সাধারণ মানুষকে চিনি। কিন্তু খড়গপুরকে দিলীপ ঘোষ কি চেনেন? ফের খড়গপুর জিতে দেখাক তখন কথা বলব। আমি আসানসোলে যেভাবে রাস্তায় মানুষের ভালোবাসা নিয়ে হাঁটতাম, উনি খড়গপুরে ওরকম এক কিলোমিটার হেঁটে দেখান!"
advertisement
এভাবেই এদিন সরাসরি বিজেপি নেতাকে (Dilip Ghosh) চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি দিলীপ ঘোষ। উল্লেখ্য, এদিন একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা ও তাঁর প্রতি কৃতজ্ঞতা শোনা যায় বাবুলের মুখে। তিনি বলেন, "আমি তো রাজনীতি থেকে সরেই গিয়েছিলাম। দিদিই আমাকে আবার নিয়ে এসেছে। ওনার নির্দেশ মতো বাংলায় কাজ করব।
advertisement
বাবুল সুপ্রিয়(Babul Supriyo) বলেন, "আমি সর্বোতভাবে চেষ্টা করব তাঁর আস্থার মর্যাদা রাখতে। বিধায়কের দায়িত্ব বড় দায়িত্ব। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রবাদপ্রতীম সুব্রত মুখোপাধ্যায়। তার মানে প্রত্যাশা অনেকটাই বেড়ে যায় তাঁর মত নেতার কেন্দ্রে ভোটে দাঁড়ানো। আমি আগেও বলেছিলাম, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রয়েছেন। তাই আশা করছি, এবং চেষ্টা করব রেকর্ড মার্জিনে জেতার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 10:33 AM IST