Bhabanipur By Election | West Bengal Chief Secretary: ভবানীপুরের 'জল' নিয়ে বিশেষ নির্দেশ মুখ্যসচিবের! নজরে হাইভোল্টেজ উপনির্বাচন?

Last Updated:

Bhabanipur By Election | West Bengal Chief Secretary: বন্যা পরিস্থিতিতে (Flood in Bengal) দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব (West Bengal Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী।

ভবানীপুর নিয়ে বিশেষ নির্দেশ
ভবানীপুর নিয়ে বিশেষ নির্দেশ
#কলকাতা: টানা বৃষ্টিতে (Heavy Rain) এখনও জলমগ্ন কলকাতা ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে, তারপরই যে বৃষ্টির ফাঁড়া কেটে যাবে, তা নিয়ে কোনও নিশ্চিয়তা নেই। ফলে জলযন্ত্রণা থেকে রাজ্যবাসী কবে মুক্তি পাবেন, তার নিশ্চয়তা নেই। গোটা রাজ্যের বহু এলাকা এখন জলের তলায়। বাঁধও ভেঙেছে বহু জায়গায়। এমনই বন্যা পরিস্থিতিতে (Flood in Bengal) দক্ষিণবঙ্গের  সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব (West Bengal Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই আলোচনায় অবশ্য বিশেষভাবে আলোচনা হয়েছে ভবানীপুর নিয়ে।
জানা গিয়েছে, মুখ্যসচিব বৈঠকে বলেছেন, দুর্যোগে বিশেষ করে নজর দিতে হবে ভবানীপুর অঞ্চলকে। কোনও ভাবেই যাতে ভবানীপুরের জল না জমে, সেটা দেখতে হবে। জল জমলে পাম্প ব্যবহার করে জল বের করতে হবে তৎক্ষণাৎ। শুধু ভবানীপুরই নয়, যেখানে যেখানে নির্বাচন রয়েছে সেইসব জায়গাগুলিতে বৃষ্টি হলে জল জমা নিয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
advertisement
শুধু তাই নয়, কলকাতা পুরসভার কমিশনারকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, কলকাতাতে এনডিআরএফ টিম রাখতে হবে। নিউটাউন ও বিধাননগরের জল জমা পরিস্থিতি নিয়েও এদিন আলোচনা করেন মুখ্য সচিব। আলোচনায় উঠে এসেছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতিও।
advertisement
advertisement
একইসঙ্গেও সেচ দফতরের আধিকারিকদের নিয়ে নদীপথগুলি পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে যেখানে উদ্ধারকার্য করার দরকার হবে, সেখানে সেখানে উদ্ধারকার্য করতে হবে শীঘ্রই। দক্ষিণবঙ্গের জেলাশাসকদের নিয়ে এদিন বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, ত্রাণ নিয়ে কোনও আপোস বরদাস্ত করা হবে না।
advertisement
তবে, সবকিছুর পরেও মূল ফোকাস করা হয়েছে ভবানীপুর নিয়ে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভবানীপুর জল জমলে তা শাসক দলের জন্য বিড়ম্বনার হতে পারে। সেই কারণেই এহেন নির্দেশ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bhabanipur By Election | West Bengal Chief Secretary: ভবানীপুরের 'জল' নিয়ে বিশেষ নির্দেশ মুখ্যসচিবের! নজরে হাইভোল্টেজ উপনির্বাচন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement