Bypoll election: ৬ কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য! সবচেয়ে বেশি ভোট পড়ল কোন আসনে?

Last Updated:

ধবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হল। বিক্ষিপ্ত কিছু জায়গায় গোলমাল হলেও ভোটপর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিন শেষে মোট ভোট পড়েছে ৬৯.২৯%। সবথেকে বেশি ভোট পড়েছে তালড্যাংড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ভোট পড়েছে মোট ৭৫.২০%।

মোটামুটি নির্বিঘ্নেই মিটল ৬ বিধানসভার উপনির্বাচন। ফাইল ছবি
মোটামুটি নির্বিঘ্নেই মিটল ৬ বিধানসভার উপনির্বাচন। ফাইল ছবি
কলকাতা: বুধবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শেষ হল। বিক্ষিপ্ত কিছু জায়গায় গোলমাল হলেও ভোটপর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবেই মিটেছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দিন শেষে মোট ভোট পড়েছে ৬৯.২৯%। সবথেকে বেশি ভোট পড়েছে তালড্যাংড়া বিধানসভা কেন্দ্রে। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ভোট পড়েছে মোট ৭৫.২০%।
বুধবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়। আজ সকাল থেকেই সিতাইতে মোতায়েন ছিল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮টি QRT। মাদারীহাট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৪টা QRT, নৈহাটি ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৫৮ টা QRT,হাড়োয়া ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, মেদিনীপুর ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৭০টা QRT, তালডাংরা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৯৪টা QRT।
advertisement
advertisement
হাড়োয়া 200 নং বুথের অভিযোগ শুনে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে পোলিং স্টেশনের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার দাবি, বুথের ভেতরে জায়গা সীমিত, তবে যে অভিযোগ উঠছে, ইভিএম রাখার জায়গা নিয়ে, তা পুরোপুরি ভিত্তিহীন। EVM ঠিক জায়গায় আছে। কমিশনে অভিযোগ জমা পড়তেই, জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। মেদিনীপুর বিধানসভা
advertisement
রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার যথাক্রমে-
সিতাই- ৬৬.৩৫%
মাদারিহাট- ৬৪.১৪%
নৈহাটি- ৬২.১০%
হাড়োয়া- ৭৩.৯৩%
মেদিনীপুর- ৭১.৮৫%
তালড্যাংড়া- ৭৫.২০%
সর্ব মোট- ৬৯. ২৯%
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bypoll election: ৬ কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য! সবচেয়ে বেশি ভোট পড়ল কোন আসনে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement