Shamik Bhattacharya on Assembly elections: জুলাই-অগাস্টেই রাজ্যে অকাল ভোট? ৮ মাস সময় দিলেন বিজেপি সাংসদ শমীক, জল্পনা তুঙ্গে

Last Updated:

গতকালও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ২০২৬ সালে রাজ্য সরকারের বিদায় নিশ্চিত৷

ভোট এগনোর ইঙ্গিত দিলেন শমীক ভট্টাচার্য৷
ভোট এগনোর ইঙ্গিত দিলেন শমীক ভট্টাচার্য৷
কলকাতা: জুলাই-অগাস্টেই কি রাজ্যে অকাল বিধানসভা ভোট? সেরকমই সম্ভবানা উস্কে দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য৷ এ দিন রাজ্যে ছটি কেন্দ্রে উপনির্বাচনের পরই এমন দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্বে থাকা শমীক৷ নির্দিষ্ট ভাবে তিনি বলেছেন, ‘এই সরকারের আয়ু আর ৮ মাস৷ বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে৷’
প্রসঙ্গত, গতকালও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ২০২৬ সালে রাজ্য সরকারের বিদায় নিশ্চিত৷ যদিও ভোট এগনোর কথা বলেননি বিরোধী দলনেতা৷
advertisement
এ দিন শমীক ভট্টাচার্য বলেন, ‘২০২৬ পর্যন্ত এই সরকার টিকবে না। ভবিষ্যৎ লেখা হয়ে গিয়েছে। আর ৮ মাস পরই তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না। কোনও রাষ্রপতি শাসন নয়।’
advertisement
অতীতে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে এসে ভোট এগনোর ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন৷ তৃণমূল কংগ্রেস সরকার ২০২৬ সাল পর্যন্ত টিকবে না বলেও দাবি করেছিলেন তিনি৷ যদিও এর পর রাজ্যে কোনও নির্বাচনেই সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি৷ লোকসভা নির্বাচনের পর রাজ্যের উপনির্বাচনগুলিতেও ব্যর্থ হয়েছে গেরুয়া ব্রিগেড৷ ফলে বিজেপি নেতারা ভোট এগনোর হুমকি দিলেও তাতে বিশেষ আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Shamik Bhattacharya on Assembly elections: জুলাই-অগাস্টেই রাজ্যে অকাল ভোট? ৮ মাস সময় দিলেন বিজেপি সাংসদ শমীক, জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement