Fake Darjeeling tea: নামেই দার্জিলিং চা, স্বাদ-গন্ধ কিছুই নেই? কড়া পদক্ষেপ করছে রাজ্য, পাহাড়ে ঘোষণা মমতার

Last Updated:

এ দিন দার্জিলিংয়ে প্রথমবার সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷

দার্জিলিং চায়ের সুনাম অক্ষুন্ন রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷
দার্জিলিং চায়ের সুনাম অক্ষুন্ন রাখতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার৷
দার্জিলিং: এবার নকল অথবা নিম্ন মানের দার্জিলিং চায়ের বিক্রি আটকাতে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷ খুব শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে এ দিন দার্জিলিংয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন দার্জিলিংয়ে প্রথমবার সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দার্জিলিং চায়ের বিশ্বজোড়া সুনাম৷ কিন্তু ইদানিং দার্জিলিং চায়ের নামে নিম্ন মানের চা পাতা বিক্রি হচ্ছে৷ ফলে রাজ্যের বদনাম হচ্ছে৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘দার্জিলিংয়ের চা সেরা। আমি যখন প্রথমবার ইউএসএ, ইউকে যাই তখন দেখেছি বিদেশের চা লাউঞ্জে দার্জিলিংয়ের চা দেওয়া হচ্ছে। কেউ কেউ এখন খারাপ চা দার্জিলিং চা বলে বিক্রি করে। এতে আমাদের চায়ের সুনাম নষ্ট হচ্ছে। এটা আটকাতে একটা সিস্টেম আনা হচ্ছে।’
এ দিন ফের একবার মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন৷ নাম না করে বিজেপিকেও আক্রমণ করেছেন তিনি৷ পাহাড়ে নতুন করে কোনও অশান্তি যে রাজ্য সরকার বরদাস্ত করবে না, তা বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ে কেউ কেউ পাঁচ বছর অন্তর অন্তর অশান্তি করে। আমরা শান্তি চাই। সেই শান্তি বজায় থাকবে।’
advertisement
লামাহাটাকে মডেল করে পাহাড়ে আরও বেশি করে হোম স্টে করার পক্ষেও সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Fake Darjeeling tea: নামেই দার্জিলিং চা, স্বাদ-গন্ধ কিছুই নেই? কড়া পদক্ষেপ করছে রাজ্য, পাহাড়ে ঘোষণা মমতার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement