West Bengal By Election 2022: দুপুর পর্যন্ত বালিগঞ্জ, আসানসোলে ভোট পড়ল কত? নজরে রাজ্যের উপনির্বাচনের ভোটচিত্র

Last Updated:

West Bengal By Election 2022: দুপুর একটা পর্যন্ত আসানসোল উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩.৭৭ শতাংশ। বালিগঞ্জ উপনির্বাচনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ২৬.২০ শতাংশ।

বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচন
বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচন
#কলকাতা: চলছে বালিগঞ্জ ও আসানসোলে উপ নির্বাচন (Ballygunge, Asansol By Election)। সকাল ৭ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। আসানসোলে ভোটের নিরাপত্তার দায়িত্বে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং (Web-Casting) ব্যবস্থা। এদিকে বালিগঞ্জে মোতায়েন করা হয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সকাল থেকেই এদিন ভোটের গতি কিছুটা শ্লথ (Ballygunge, Asansol By Election)। দুপুর একটা পর্যন্ত আসানসোল উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩.৭৭ শতাংশ। বালিগঞ্জ উপনির্বাচনে বেলা একটা পর্যন্ত ভোট পড়েছে ২৬.২০ শতাংশ। এর আগে বেলা ১১টা পর্যন্ত বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ১৬.২ শতাংশ। আসানসোলে ভোটের হার ২৬.৬৮ শতাংশ। এর আগে সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছিল ১২. ৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ।
advertisement
advertisement
উল্লেখ্য, এদিন আসানসোলের বারাবণীতে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে৷ এমন কি, বিজেপি প্রার্থীর গাড়িতেও বাঁশ, লাঠি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ৷ তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়িও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তোলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)৷ পাশাপাশি বিক্ষোভকারীদের হঠাতে অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষীরাও মারধর করেন বলে অভিযোগ স্থানীয়দের৷
advertisement
কমিশনের তরফে জানানো হয়েছে, কোথাও কোনও রিগিং হয়নি। বারাবনিতে জনবহুল এলাকায় বড় কনভয় ছিল অগ্নিমিত্রার (Agnimitra Paul)। তাই প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় পুলিশের (Bengal By Election 2022)। আসানসোলের (Asansol) পুলিশ কমিশনার ঘটনার তদন্ত শুরু করেছেন। অন্যদিকে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) বিরুদ্ধে। এরপরেই আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে সতর্ক করে নির্বাচন কমিশন। পুলিশ মারফত বিজেপি প্রার্থীকে বার্তা পাঠায় কমিশন এমনটাই সূত্রের খবর।
advertisement
অন্যদিকে বালিগঞ্জে এদিন বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) পাওয়া যায় খোশমেজাজে। এদিন সকাল সকাল বালিগঞ্জে দেখা যায় তৃণমূলের প্রার্থীকে। পরনে ছিল সাদা ফুল শার্ট ও কালো প্যান্ট। নিজেই ব্যাখ্যা দিয়ে জানালেন রঙ বিচারের আসল কারণ। "আজ সাদা জামা পড়ে বেরিয়েছি। এই সাদা জামার ব্যাখ্যা আপনারা আপনাদের মতো করতেই পারেন। তবে আমার জন্যে এর একটাই ব্যাখ্যা, আসানসোল থেকে বেরিয়েছিলাম সাদা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে। আমাদের মেরুদণ্ড ছিল। আমার ও শত্রুঘ্ন সিনহার।" এদিন হালকা মেজাজে গানও গাইতে শোনা যায় বাবুলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2022: দুপুর পর্যন্ত বালিগঞ্জ, আসানসোলে ভোট পড়ল কত? নজরে রাজ্যের উপনির্বাচনের ভোটচিত্র
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement