প্রাথমিকের টেট-এর সব বুকলেট-এর উত্তরপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

Last Updated:

মোট পাঁচটি বুকলেট বা প্রশ্নপত্র দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। সেই পাঁচটি প্রশ্নপত্র বা বুকলেট-এর উত্তরপত্র প্রকাশ করল পর্ষদ

#কলকাতা: গত মঙ্গলবার রাতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের একটি উত্তরপত্র আপলোড করেছিল পর্ষদের ওয়েবসাইটে। এবার পরীক্ষার্থীদের দেওয়া প্রত্যেকটি বুকলেট বা প্রশ্নপত্রের উত্তর আপলোড করে দিল পর্ষদ। বুধবার রাতেই পর্ষদের ওয়েবসাইটে মোট পাঁচটি বুকলেটের উত্তরপত্র প্রকাশ করা হল। এ'ক্ষেত্রে অনুমান করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত উত্তর নিয়ে যদি কোনও অভিযোগ পরীক্ষার্থীদের থাকে, তা পর্ষদের তরফে দেওয়া ওয়েবসাইটে লগ ইন করে জানাতে হবে।
এক্ষেত্রে, তাদের অভিযোগ জানানোর পাশাপাশি ৫০০ টাকা জমাও করতে হবে। তবে টেটের ফল প্রকাশের পর পরীক্ষার্থীদের অভিযোগ আর কোনওভাবে নেওয়া হবে না বলেও পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট  জানানো হয়েছে। ১১ ডিসেম্বর নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট। এক মাসের মাথায় উত্তরপত্র আপলোড করে দেওয়ায় ফলাফল প্রকাশও দ্রুত হবে বলেই জল্পনা পর্ষদের অন্দরে। প্রসঙ্গত প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন টেটের জন্য। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় জোড় কদমে চালাচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে পর্ষদ। আগামী সপ্তাহে চতুর্থ ও পঞ্চম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে পর্ষদের।
advertisement
আগামী ১৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ৬ জেলার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তিও দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টেটের পাশাপাশি ইন্টারভিউ নেওয়ার জন্য একাধিক নিয়ম এনেছে পর্ষদ। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার পাশাপাশি পরীক্ষকদের দেওয়া হয়েছে এবার ল্যাপটপ। ল্যাপটপের মাধ্যমে পরীক্ষকরা সরাসরি নম্বর অনলাইনে দিয়ে দেবেন। পরীক্ষকরা পৃথক-পৃথকভাবে নম্বর দিয়ে তা চলে যাবে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে। পরবর্তী ক্ষেত্রে এই নম্বরে কোনও কারচুপি বা সংশোধনের সুযোগ থাকবে না বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।
advertisement
advertisement
প্রাথমিকের টেটের ক্ষেত্রেও একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি পর্ষদের কেন্দ্রীয় অফিস থেকে সরাসরি নজরদারি করা হয়েছিল রাজ্যজুড়ে আড়াই হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্রকে। সব মিলিয়ে এই উত্তরপত্র আপলোডের পর পরীক্ষার্থীদের থেকে কী অভিযোগ আসে, তা যাচাই করেই পর্ষদ প্রাথমিকের টেটের ফল প্রকাশ করবে বলেই পর্ষদের আধিকারিকদের দাবি।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিকের টেট-এর সব বুকলেট-এর উত্তরপত্র প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement