West Bengal BJP: ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির

Last Updated:

ছয় কেন্দ্রে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার রয়েছে তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে। নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে দাবি জানাল রাজ্য বিজেপি।

ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির
ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাল বিজেপি। বুথের পাশাপাশি বাইরে রাস্তাতেও যাতে বাহিনী টহল দেয় তার ব্যবস্থা করতে হবে। ভোটের কাজে মোতায়েন করা যাবে না কোনও সিভিক ভলান্টিয়ারকে। ছয় কেন্দ্রে যে সমস্ত সিভিক ভলান্টিয়ার রয়েছে তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে। নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে দাবি জানাল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,‘‘ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে গেলে আমাদের দাবিকে মান্যতা দিতে হবে কমিশনকে।’’
সোমবার জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়ার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশন দপ্তরে আসেন। নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনের তরফে আগামী ২৫ তারিখের মধ্যে বিজেপি প্রতিনিধি দলকে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে আসার কথা বললেও তাতে সন্তুষ্ট নয় বিজেপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিশির বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় প্রতাপ বন্দোপাধ্যায়রা জানান, ‘শাসক দল যে কোনও নির্বাচনকেই প্রহসনে পরিণত করে। আমাদের আশঙ্কা এবারও তাই করবে। ভোটের কোনও কাজেই সিভিক পুলিশদের যুক্ত রাখা যাবে না এটা আমরা স্পষ্ট ভাবে জানিয়েছি।
advertisement
advertisement
নির্দিষ্ট বিধানসভা এলাকার নির্দিষ্ট থানার যারা সিভিক পুলিশ তারা শাসকদলের হয়ে ভোট করায়। তাই আমরা চাই ভোটের কাজে সিভিক পুলিশকে বিরত রাখুক কমিশন।’’ বলা বাহুল্য, আগামী ১৩ নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। শাসক দল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের প্রার্থীও ঘোষণা করেছে। মাদারিহাট, হাড়োয়া, নৈহাটি, তালডাংরা, সিতাই এবং মেদিনীপুর কেন্দ্রে উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: ছয় কেন্দ্রের উপ নির্বাচনে ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement