West Bengal Assembly: শপথ জটিলতা এবার আইনি পথে, সায়ন্তিকা ও রেয়াতকে আইনি নোটিশ রাজভবনের

Last Updated:

West Bengal Assembly: আগামী সোমবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সেই অধিবেশনে আমন্ত্রিত রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দুই বিধায়ককে আইনি নোটিস
দুই বিধায়ককে আইনি নোটিস
কলকাতা : আগামী সোমবার শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। সেই অধিবেশনে আমন্ত্রিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজনৈতিক মহলের ধারণা রাজভবনের সঙ্গে বিধানসভার দূরত্ব অনেকটাই কমছে। এই অবস্থায় উপনির্বাচনে জিতে আসা শাসক দলের দুই বিধায়ককে রাজভবনের তরফে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে তা নিয়ে ফের শুরু রাজনৈতিক চর্চা। তাহলে কি রাজভবনের সঙ্গে দূরত্ব বাড়ছে পুনরায় বিধানসভার?
দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, সেই মামলায় ফের আইনি নোটিস পাঠালেন রাজপাল। ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে। দুই বিধায়ক জানিয়েছেন, আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা। কিন্তু, রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে সৌজন্য দেখাবেন তাঁরা।
advertisement
advertisement
দুই বিধায়ককে রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে এসে শপথবাক্য পাঠ করতে। দুই বিধায়ক জানিয়েছিলেন, তাঁরা বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চান। শুধু তাই নয়, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনে তাঁরা যেতে চাইছেন না বলেও মন্তব্য করেন। শপথবাক্য পাঠের দাবি নিয়ে ধর্নাতেও বসতে হয় দুই বিধায়ককে। শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করান। দুই বিধায়ক অবশ্য  জানিয়েছেন, তাঁরা স্পিকারের সঙ্গে কথা বলেছেন।
advertisement
স্পিকার যেমন পরামর্শ দেবেন, সেইমতো পদক্ষেপ করবেন। তৃণমূলের দুই বিধায়ক অবশ্য বলেন, রাজ্যপালকে অবমাননাকর কোনও মন্তব্য করেননি তাঁরা। মুখ্যমন্ত্রীকেও তাঁরা বিষয়টা জানাবেন বলে জানালেন। সোমবার বিধানসভায় রাজ্যের বাজেট অধিবেশন শুরু। ওইদিন বিধানসভায় আসার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সায়ন্তিকা ও রেয়াত জানালেন, বিধানসভায় রাজ্যপালকে রাজ্যপালকে হাতজোড় করে নমস্কার করবেন তাঁরা। কোনও অসৌজন্য দেখাবেন না। আইনি নোটিসের জবাব আইনিপথেই দেবেন তাঁরা।ইতিমধ্যেই সায়ন্তিকা ও রেয়াত হোসেন সরকার কথা বলেছেন আইন মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: শপথ জটিলতা এবার আইনি পথে, সায়ন্তিকা ও রেয়াতকে আইনি নোটিশ রাজভবনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement