West Bengal Assembly Election 2026: ২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল! 'টার্গেট' বেঁধে দিলেন মমতা! লোকসভায় পাঁচ আসনে 'হারানো' নিয়ে ক্ষোভ

Last Updated:

West Bengal Assembly Election 2026: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের উঠে এসেছে 'খেলা হবে' স্লোগান। বলেন, ''খেলা আবার হবে। ২০২৬-এর খেলায় আরও জোরে মারতে হবে।''

কত টার্গেট বেঁধে দিলেন মমতা?
কত টার্গেট বেঁধে দিলেন মমতা?
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের নেতাকর্মীদের এবার বড় টার্গেট দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ বৈঠক থেকে বড় ঘোষণা মমতার। সোচ্চারে তিনি বলে দিলেন, ”আমরা ২১৫ আসন পার করব। তার বেশি করব। কম হবে না। তার পরেই কথা হবে।”
এদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুই তৃতীয়াংশ আসনে জিততে হবে। সেটা ১৯৬ হয়। কিন্তু আমি বলব ২১৪ টপকে আমাদের যেতে হবে।” পরে উঠে মমতা অভিষেকের টার্গেটের থেকেও এক আসন বেশি যোগ করে দেন।
advertisement
advertisement
এদিন তৃণমূল নেত্রীর মুখে ফের উঠে এসেছে ‘খেলা হবে’ স্লোগান। বলেন, ”খেলা আবার হবে। ২০২৬-এর খেলায় আরও জোরে মারতে হবে। সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট দেখে। আমি ইলেকশন কমিশনকে সম্মান করি। কিন্তু এখন ইসি’র দায়িত্বে কে দেখেছেন? স্বরাষ্ট্র মন্ত্রীর সচিব হলেন ইসি-র চিফ। গোটাটাই বিজেপিতে ভরে গিয়েছি। মহারাষ্ট্র ও দিল্লিতে কী করে জিতেছে? ওরা ধরতে পারেনি। বাংলায় ধরব। জবাব দেব। এটাই আমার চ্যালেঞ্জ।”
advertisement
২০২৪ সালের লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ”বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছে। ২৯ আসন আমরা পেয়েছি, কারচুপি করে ৫ আসনে হারানো হয়েছে। নাহলে আমরা ৩৪ আসন পেতাম। রাজ্যসভা মিলিয়ে আমাদের ৪২ জন সাংসদ আছে। আমাদের মহিলা প্রতিনিধি সবচেয়ে বেশি। তাঁরা দুই সভায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Election 2026: ২৬-এর বিধানসভা ভোটে কত আসন পাবে তৃণমূল! 'টার্গেট' বেঁধে দিলেন মমতা! লোকসভায় পাঁচ আসনে 'হারানো' নিয়ে ক্ষোভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement