West Bengal Assembly Election 2026: এবার বিধানসভা ভোটে কত কেন্দ্রীয় বাহিনী? সোমবার দিল্লিতে বৈঠক, গেলেন মুখ্য নির্বাচনী আধিকারিক
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: চলতি বছর রাজ্য বিধানসভা নির্বাচন। কাল জাতীয় নির্বাচন কমিশনে রাজ্যের বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী? তা নিয়ে বিশেষ বৈঠক দুপুর বারোটা থেকে।
কলকাতাঃ চলতি বছর রাজ্য বিধানসভা নির্বাচন। কাল জাতীয় নির্বাচন কমিশনে রাজ্যের বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী? তা নিয়ে বিশেষ বৈঠক দুপুর বারোটা থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিক, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের নোডাল অফিসার, জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবেন বৈঠকে।
অতীতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে রাজ্যে নির্বাচনে, কত সংখ্যক রাজ্য পুলিশের বাহিনী রয়েছে, তা নিয়ে পর্যালোচনা করা হবে বৈঠকে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কতটা কেন্দ্রীয় বাহিনী পেতে পারে কমিশন? তা নিয়েও কাল বৈঠকে আলোচনা হবে।
advertisement
advertisement
তার ওপর নির্ভর করেই রাজ্যে কত দফায় ভোট হবে? তা নিয়ে আলোচনা করবে কমিশন। কত দফায় ভোট করা যেতে পারে তা নিয়েও কাল প্রাথমিকভাবে আলোচনা করবে কমিশন। কমিশন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 8:16 PM IST









