advertisement

Republic Day 2026: গাঢ় লাল, ম্যাজেন্টা এবং সবুজ...সঙ্গে সোনালি বুটি! প্রজাতন্ত্র দিবসে মোদির সাফা...কোন ঐতিহ্যের বাহক জানেন?

Last Updated:
PM Modi Republic Day look: আজকের অনুষ্ঠানে তাঁর বহু রঙের পাগড়ি ভারতের বৈচিত্র্যময় রঙের সংস্কৃতির বার্তা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী যখনই কোনও নির্দিষ্ট অঞ্চলের পাগড়ি পরেন, তখন তিনি সেই সম্প্রদায়ের ঐতিহ্যকে সমগ্র জাতির সামনে তুলে ধরেন। (সমস্ত চিত্রের কৃতিত্ব: পিটিআই)
1/7
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক পরিচ্ছদ আবারও শিরোনামে। এবছর, তাঁর পরনে ছিল নীল কুর্তা এবং আকাশী-নীল নেহরু জ্যাকেট৷ তবে তাঁর পোশাকের শ্রেষ্ঠ আকর্ষণ ছিল অবশ্যই তাঁর পাগড়ি৷  এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিরোস্ত্রাণ ছিল এক রঙিন রাজস্থানী সাফা৷
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক পরিচ্ছদ আবারও শিরোনামে। এবছর, তাঁর পরনে ছিল নীল কুর্তা এবং আকাশী-নীল নেহরু জ্যাকেট৷ তবে তাঁর পোশাকের শ্রেষ্ঠ আকর্ষণ ছিল অবশ্যই তাঁর পাগড়ি৷ এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিরোস্ত্রাণ ছিল এক রঙিন রাজস্থানী সাফা৷
advertisement
2/7
প্রতি বছর প্রধানমন্ত্রী মোদি তাঁর পাগড়ির মাধ্যমে ভারতের কোনও রাজ্যের বুননশিল্প, রীতি, ঐতিহ্যকে তুলে ধরেন৷ এবছরও তাঁর অন্যথা হয়নি৷
প্রতি বছর প্রধানমন্ত্রী মোদি তাঁর পাগড়ির মাধ্যমে ভারতের কোনও রাজ্যের বুননশিল্প, রীতি, ঐতিহ্যকে তুলে ধরেন৷ এবছরও তাঁর অন্যথা হয়নি৷
advertisement
3/7
এই বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লুক’ ছিল ঐতিহ্য এবং আধুনিকতার এক নিখুঁত মিশ্রণ। পরনে ছিল গাঢ় নীল কুর্তা এবং সাদা চুড়িদার পায়জামা৷ তার সাথে একটি আকাশী নীল রঙের বন্ধগলা নেহরু জ্যাকেট।
এই বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘লুক’ ছিল ঐতিহ্য এবং আধুনিকতার এক নিখুঁত মিশ্রণ। পরনে ছিল গাঢ় নীল কুর্তা এবং সাদা চুড়িদার পায়জামা৷ তার সাথে একটি আকাশী নীল রঙের বন্ধগলা নেহরু জ্যাকেট।
advertisement
4/7
রাজস্থানী সাফা-টি ছিল গাঢ় ম্যাজেন্টা রঙের৷ তার সঙ্গে ওয়াইন রেড এবং সবুজ৷ তার উপরে সোনালি বড় বুটি মোটিফ৷ সোনালি বুটা-স্টাইলের মোটিফ রাজস্থানের মারওয়াড়-মেওয়াড় বেল্টের আনুষ্ঠানিক পাগড়ির নিদর্শন৷
রাজস্থানী সাফা-টি ছিল গাঢ় ম্যাজেন্টা রঙের৷ তার সঙ্গে ওয়াইন রেড এবং সবুজ৷ তার উপরে সোনালি বড় বুটি মোটিফ৷ সোনালি বুটা-স্টাইলের মোটিফ রাজস্থানের মারওয়াড়-মেওয়াড় বেল্টের আনুষ্ঠানিক পাগড়ির নিদর্শন৷
advertisement
5/7
ভারতীয় সংস্কৃতিতে, পাগড়ি কেবল একটি পোশাক নয়, বরং সম্মান, আত্মসম্মান, নেতৃত্ব এবং পরিচয়ের প্রতীকও বটে। প্রধানমন্ত্রী মোদির পাগড়ি রাজস্থানের বিখ্যাত
ভারতীয় সংস্কৃতিতে, পাগড়ি কেবল একটি পোশাক নয়, বরং সম্মান, আত্মসম্মান, নেতৃত্ব এবং পরিচয়ের প্রতীকও বটে। প্রধানমন্ত্রী মোদির পাগড়ি রাজস্থানের বিখ্যাত "সাফা" শিল্প এবং গুজরাটের "বান্ধনী" শৈলীর কথা মনে করিয়ে দেয়৷ যা বিশ্বের সামনে ভারতের রঙিন সংস্কৃতি তুলে ধরে।
advertisement
6/7
 প্রধানমন্ত্রী মোদি প্রায়শই তাঁর পোশাকের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য এবং সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কখনও তিনি রাজস্থানী সাফা পরেন, কখনও মরাঠি ফেটা পরেন; কখনও তাঁকে গেরুয়া পাগড়িতে দেখা যায়, আবার কখনও ঐতিহ্যবাহী হাতে বোনা উপজাতীয় টুপিও পরেছেন তিনি।
প্রধানমন্ত্রী মোদি প্রায়শই তাঁর পোশাকের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য এবং সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কখনও তিনি রাজস্থানী সাফা পরেন, কখনও মরাঠি ফেটা পরেন; কখনও তাঁকে গেরুয়া পাগড়িতে দেখা যায়, আবার কখনও ঐতিহ্যবাহী হাতে বোনা উপজাতীয় টুপিও পরেছেন তিনি।
advertisement
7/7
আজকের অনুষ্ঠানে তাঁর বহু রঙের পাগড়ি ভারতের বৈচিত্র্যময় রঙের সংস্কৃতির বার্তা দিয়েছেন৷  প্রধানমন্ত্রী যখনই কোনও নির্দিষ্ট অঞ্চলের পাগড়ি পরেন, তখন তিনি সেই সম্প্রদায়ের ঐতিহ্যকে সমগ্র জাতির সামনে তুলে ধরেন। (সমস্ত চিত্রের কৃতিত্ব: পিটিআই)
আজকের অনুষ্ঠানে তাঁর বহু রঙের পাগড়ি ভারতের বৈচিত্র্যময় রঙের সংস্কৃতির বার্তা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী যখনই কোনও নির্দিষ্ট অঞ্চলের পাগড়ি পরেন, তখন তিনি সেই সম্প্রদায়ের ঐতিহ্যকে সমগ্র জাতির সামনে তুলে ধরেন। (সমস্ত চিত্রের কৃতিত্ব: পিটিআই)
advertisement
advertisement
advertisement