Weather Update: আজ ভাসবে দুই চব্বিশ পরগণা, উত্তর থেকে দক্ষিণের আকাশে দুর্যোগের কালো ছায়া
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Weather Update: ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায়। ছাড় নেই কলকাতারও। হাওয়া অফিসের রিপোর্ট জানুন
সকাল থেকে আকাশের মুখ ভার। হাওয়া অফিস স্পষ্ট বলছে, উত্তর থেকে দক্ষিণ বৃষ্টি আপাতত চলবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে আজ সারাদিন। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা ইতিমধ্য়েই জানিয়ে দেওয়া হয়েছে। সব তথ্য- বিশ্বজিৎ সাহা।
বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ৭.৮ মিমি।advertisement
শুধু কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টি হবে বলেই সংকেত হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।advertisement
advertisement
অন্য দিকে আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।advertisement
এই দুর্যোগের কারণ ব্যখ্যা করে হাওয়া অফিস বলেছে, মৌসুমী অক্ষরেখা, জামশেদপুর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 19, 2021 11:25 AM IST







