West Bengal Weather Update: চৈত্রের দাবদাহ থেকে আপাতত মুক্তি? বড় খবর দিল হাওয়া অফিস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে (West Bengal Weather Update)।
#কলকাতা: চৈত্রের দাবদাহ থেকে আপাতত কয়েকদিন মুক্তি পেতে পারেন রাজ্যবাসী (West Bengal Weather Update)৷ এমনই স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত রাজ্যে তাপপ্রবাহের (Heat Wave) কোনও সম্ভাবনা নেই৷
কয়েকদিন ধরেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে অবশ্য জানানো হয়েছে, আপাতত রাজ্যের সর্বত্রই দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
advertisement
advertisement
আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আাগামী ৩ ও ৪ এপ্রিল যথাক্রমে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে৷
advertisement
অন্যদিকে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েক দিনের বৃষ্টির সম্ভাবনা নেই। এর প্রভাব পড়তে পারে চাষাবাদে। এপ্রিল মাসেও দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা কম।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই৷ বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 8:09 AM IST