পরিস্থিতি খারাপ হচ্ছে ক্রমশ। আরও বাড়ছে তাপমাত্রা। বৃষ্টির নামগন্ধ নেই। কেমন আছে তিলোত্তমা? চৈত্রের শেষেও কালবৈশাখীর দেখা নেই। কাঠফাটা রোদে হয়রান নিত্য়যাত্রীরা। কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা। সেইসঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাচ্ছে রোদের তান্ডব। সুরাহা শুধু মেট্রো। বাসযাত্রীদের দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত। আগামী কয়েকদিনের মধ্য়ে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।