'আপনাদের আর্শীবাদে আবার যদি ফিরে আসতে পারি, তাহলে...'- জমা জল নিয়ে বিরাট পরিকল্পনা বলে দিলেন মুখ্যমন্ত্রী!

Last Updated:

বিরোধীরা অবশ্য শহরের জমা জলের দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের প্রাণ যাওয়ার দায় ঠেলেছে সরকারের উপরই।

জল জমা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
জল জমা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: সোমবার মাঝরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে ডুবে গিয়েছিল গোটা কলকাতা। সেই বিপদ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে শহর। যদিও এখনও কিছু কিছু জায়গায় জল জমে আছে। আশা করা যাচ্ছে, সেটাও হয়তো আগামীকালের মধ্যেই নেমে যাবে। বিরোধীরা অবশ্য শহরের জমা জলের দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের প্রাণ যাওয়ার দায় ঠেলেছে সরকারের উপরই। বৃহস্পতিবার বিকেলে নিউ আলিপুর সুরুচি সংঘ ক্লাবে এসে এবারের মতো যখন পুজো উদ্বোধন শেষ করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, তখন বিরোধীদের পাল্টা জবাব দিতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “যদি আবার ফিরে আসতে পারি, কী করতে পারি দেখিয়ে দেব।”
এ দিন মমতা যখন অরূপ বিশ্বাসের ক্লাবের ফিতে কেটে, দেবীর পায়ে ফুল ছড়িয়ে মাইক হাতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, “বাংলা মানুষের পাশে ছিল,আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও, আর আমরা জল তাড়াই। সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি বাংলায়। তাই জলটা বের করে দিতে পারি।”
আরও পড়ুন: এক রাতের বৃষ্টিতে চরম ভোগান্তি কলেজ স্ট্রিটে, পুজোর মুখে হাহাকার বইপাড়ায়
মমতা উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনে যদি ড্রেজিং না করে যদি আমি আপনাদের আশীর্বাদে আবার ফিরে আসতে পারি, বুঝিয়ে দেব কী করতে পারি। ওরা কিছু না করলে বিকল্প কী করা যায় দেখিয়ে দেব। আমাদের দিকে জল ঠেললে আমিও ওদের দিকে জল ঠেলে দেব। কত সহ্য করা যায়। প্রত্যেক বছর এক জিনিস।”
advertisement
advertisement
বস্তুত, বুধবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা। বৃহস্পতিবার সকালে দেখা গেছে, শহরের বেশিরভাগ রাস্তাই জলমুক্ত। তবে কলকাতা পুরসভা বলছে, কলকাতা সংলগ্ন কিছু এলাকায় এখনও জল জমে রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আপনাদের আর্শীবাদে আবার যদি ফিরে আসতে পারি, তাহলে...'- জমা জল নিয়ে বিরাট পরিকল্পনা বলে দিলেন মুখ্যমন্ত্রী!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement