HS Exam: গরমের ছুটির মধ্যেই অনলাইনে হবে তৃতীয় সেমিস্টারের ক্লাস! সিলেবাস শেষ করতে বড় ঘোষণা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
HS Exam: নির্দিষ্ট সময়ের আগে গরমের ছুটি ঘোষণা রাজ্যের। পড়ুয়াদের যাতে ক্ষতি না হয় অনলাইন ক্লাসের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।
নির্দিষ্ট সময়ের আগে গরমের ছুটি ঘোষণা রাজ্যের। পড়ুয়াদের যাতে ক্ষতি না হয় অনলাইন ক্লাসের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেপ্টেম্বর মাসে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা।
পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। গরমের ছুটি পড়লেও এখনও আসেনি ভাষাভিত্তিক বই। গরমের ছুটির মধ্যেই চলে আসবে বলে জানালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “বই ছাপা হচ্ছে গরমের ছুটির মধ্যে সমস্ত পৌঁছে যাবে। বই না থাকলেও ছাত্র-ছাত্রীদের কাছে কি আছে সেই কনটেন্ট রয়েছে। যা তারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে”। সাধারণত ছুটি পড়ে ১২ মে থেকে এ বার তা আগেই পড়ছে। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস কি করে শেষ হবে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারে তা নিয়ে প্রশ্ন রয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের একাংশের।
advertisement
পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে যে মেটাল ডিটেক্টর দেয়া হয়েছিল তা ফেরত দাও দেওয়ার কথা জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।৭ তারিখ ক্যাম্প অফিসে এই মেটাল ডিটেক্টর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 7:18 PM IST