#কলকাতা: প্রথম দিনেই ৭০% পেরোলো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে (WB School reopening) উপস্থিতির হার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথম দিনেই রাজ্যের সামগ্রিক উপস্থিতির হার স্কুলগুলিতে গড়ে ৭২ শতাংশ। যাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। প্রায় দু'বছর পর স্কুল খোলার পরে রাজ্যের কাছে চ্যালেঞ্জ ছিল ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করা। এদিনের উপস্থিতির হার সেই দিক দিয়ে অনেকটা সাফল্য এনে দিয়েছে বলেই দাবি করছেন শিক্ষা দফতরের আধিকারিকরা। যদিও আগামী দিনে এই উপস্থিতির হার অনেকটাই বাড়বে বলেই আশা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের।
সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিতে (WB School reopening) উপস্থিতির হার উল্লেখযোগ্য। সূত্রের খবর, কলকাতার একাধিক বেসরকারি স্কুলে এদিন উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি হয়েছে। যদিও বেসরকারি ক্ষেত্রে একাধিক স্কুল উপস্থিতিতে বাধ্যতামূলক করেছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়। স্কুলের পাশাপাশি কলেজেও উপস্থিতির হার যথেষ্ট আশাব্যঞ্জক। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, সামগ্রিকভাবে রাজ্যের কলেজগুলিতে গড়ে উপস্থিতির হার ৭৮ শতাংশ। যাকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন- খুলেছে স্কুল! নির্দেশিকা মেনে জোরকদমে ক্লাস শুরু হল সংশোধনাগারের অন্দরেও
যদিও একাধিক কলেজের হোস্টেল এখনও পর্যন্ত খোলা হয়নি। শুধু তাই নয়, প্রথম দিনে অধিকাংশ কলেজে শেষ সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের ক্লাস করার জন্য ডেকেছিলেন। সে ক্ষেত্রে আগামী দিনেও উপস্থিতির হার কলেজগুলিতে বাড়বে বলেই মত দফতরের আধিকারিকদের। তবে স্কুল-কলেজের উপস্থিতির হারকে ছাপিয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতির হার। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, মঙ্গলবার প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতির হার ৮৫% হয়েছে গড়ে। যদিও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সেমেস্টারের ছাত্র-ছাত্রীদের ক্লাসে ডাকা হয়েছিল।
পাশাপাশি একাধিক বিশ্ববিদ্যালয়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে খুব কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল খুলেছে। অন্যদিকে রবীন্দ্রভারতী সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খোলেনি। আগামী দিনে হোস্টেল খুললেই উপস্থিতির হার অনেকটাই বাড়বে বলেই মত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। সব মিলিয়ে প্রথম দিনের উপস্থিতির হারকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West bengal