West Bengal School Reopens: বাজল স্কুলের ঘণ্টা! ফের শুরু স্কুলব্যাগ, টিফিনের পালা, শহরের স্কুলে স্কুলে হাসিমুখে পড়ুয়ারা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal School Reopens: স্কুল কর্তৃপক্ষ যাবতীয় কোভিড গাইডলাইন মানতে বদ্ধপরিকর। সেইমতোই স্যানিটাইজেশন পর্ব মিটিয়ে ক্লাসরুমের (Kolkata School Reopening) দিকে পা বাড়াচ্ছে পড়ুয়ারা।
advertisement
অভিভাবক থেকে শিক্ষাকর্মী সকলেরই মনে এক প্রশ্ন, এই অতিমারি পরিস্থিতিতে নতুন পরিবেশে কীভাবে মানিয়ে নেবে পড়ুয়ারা ? নতুন স্কুল বিধি মেনে চলতে পারবে তো এই ছাত্র ছাত্রীদের দল? আশংকা ও উদ্বেগ ছাপিয়ে অবশ্য এদিন চোখে পড়েছে ওদের চোখ মুখেরই ক্লান্তিহীন আনন্দ। বন্ধুদের কাছে পাওয়ার। চেনা ক্লাসরুমের আশ্রয়ে আবারও হেসে খেলে উঠেছে ওরা।
advertisement
advertisement
advertisement
প্রায় দু’বছর ধরে বন্ধ স্কুল। এত দিন অনলাইনে ক্লাস হচ্ছিল। এ বার সশরীরে ক্লাস করতে পারবে পড়ুয়ারা। অতিমারির প্রকোপ কিছুটা কমতেই ফের স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। স্কুল খোলার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলি কার্যকর করতে কোনও রকম ফাঁক রাখতে চান না স্কুলকর্তৃপক্ষরাও ।
advertisement
advertisement
advertisement
পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ প্রশিক্ষণেরও উল্লেখ রয়েছে এই স্কুল রিওপেন বুকলেটে। যাতে কারও জ্বর এলে বা অসুস্থ হলে প্রাথমিক ভাবে তা সামাল দিতে পারেন স্কুলে স্যার, দিদিমণিরা। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়েরও উল্লেখ রয়েছে এই গাইডলাইন বুকে। বার বার শিক্ষাবিদ বা চিকিৎসকরা যেটা বলছিলেন, সম্ভব হলে দুই শিফটে ক্লাস হোক। এখানেও বলা হয়েছে, পরিস্থিতি ও পরিকাঠামোর দিকে নজর রেখে প্রয়োজনে স্কুল দুই শিফট অর্থাৎ মর্নিং ও ডে’তে ক্লাস করাতে পারে।
advertisement
করোনার বিষয়ে অভিভাবক ও পড়ুয়াদের সতর্ক করার দায়িত্বও স্কুলকেই দিয়েছে রাজ্য। করোনা সম্পর্কে অবহিত হতে হবে। কী করা যাবে এবং কী করা যাবে না সে বিষয়ে সতর্ক হতে হবে। ‘ডু অ্যান্ড ডোন্টস’-এরও একটি তালিকা রয়েছে বিকাশ ভবনের স্কুল রিওপেন বুকলেটে। সেখানে বলা হয়েছে, জ্বর হলে কোনও অভিভাবক যেন পড়ুয়াকে স্কুলে না পাঠান।