WB Panchayat Election 2023: ফল ঘোষণার সকালেই হাইকোর্টে শুভেন্দু, তুললেন বিরাট দাবি! বুধবার ঘটতে পারে বড় কিছু
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
WB Panchayat Election 2023 Suvendu Adhikari: ফের হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
কলকাতা: ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা পঞ্চায়েত নির্বাচন ২০২৩-এ ৬০০০ বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন জানান। ছবি দিয়ে প্রমাণ দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। কিন্তু তা নিয়ে নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ শুভেন্দুর। সে কারণে ফের হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে। ৬০০০ বুথের পুনর্নির্বাচন নিয়ে বুধবার শুনানি হবে হাইকোর্টে। মামলায় শুভেন্দুর দাবি, বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই একাধিক জায়গায় বোমাবাজি চলছে। এদিন গলসি ১ নম্বর ব্লকে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি সিপিএম এজেন্ট। বারাবনিতে গণনা শুরুর আগে তুমুল উত্তেজনা ছড়ায়। তৃণমূল, বিজেপি বচসা, হাতাহাতি।
advertisement
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ, হাইকোর্টে শুভেন্দু! বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা
হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফাটল মাথা। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই মারধর করা হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: কার দখলে বাংলার গ্রাম? পঞ্চায়েত ভোটের ফলাফল লাইভ দেখুন শুধুমাত্র নিউজ ১৮ বাংলা-য়
দক্ষিণ ২৪ পরগনার ফকির চাঁদ কলেজে গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের ২ কিলোমিটার দূরে রাস্তা আটকে বোমাবাজি। বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা। প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করায় SFI রাজ্য সভাপতি প্রতীকউর রহমান ও সিপিএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ ঘোষকে আটক করল পুলিশ।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 12:03 PM IST