WB Panchayat Election 2023: 'রিমাইন্ডার', অমিত শাহের মন্ত্রকে ফের চিঠি কমিশনের! বাহিনী নিয়ে বিরাট কাণ্ড

Last Updated:

WB Panchayat Election 2023: বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান কি তা বোঝার জন্যই কমিশনের তরফে এই রিমাইন্ডার চিঠি।

স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি নির্বাচন কমিশনারের
স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি নির্বাচন কমিশনারের
কলকাতা: বাকি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। “রিমাইন্ডার” চিঠি দিচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়েই এই “রিমাইন্ডার” চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিচ্ছে কমিশন।
বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান কি তা বোঝার জন্যই কমিশনের তরফে এই রিমাইন্ডার চিঠি বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অনুমোদন রাজ্য নির্বাচন কমিশনের কাছে এলেও তা কীভাবে মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। কমিশন সূত্রে খবর, বাকি ৪৮৫ কম্পানির সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান বুঝেই বাহিনী মোতায়নের পরিকল্পনা করবে কমিশন। তার জন্যই এই রিমাইন্ডার চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে কলকাতার আকাশ, দুই পরগনাতেও বাজ ও বৃষ্টির সতর্কতা! জানুন
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। কিন্তু হাইকোর্টের রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। এর পর ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর ও আধিকারিকরা এসেছিলেন কমিশনের অফিসে।
advertisement
বাহিনী এলেও কোথায় তাদের রাখা হবে, কোথায় মোতায়েন করা হবে– এ ব্যাপারে এখনও কিছুই জানায়নি কমিশন। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকেও তা স্পষ্ট করা হয়নি বলে জানা যাচ্ছে। এর জেরেই বাহিনীর আসার বিষয়ে বিলম্ব হচ্ছে বলে সূত্রে মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে যাওয়া বাহিনী রুট মার্চ শুরু করেছে বিভিন্ন জেলায়।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: 'রিমাইন্ডার', অমিত শাহের মন্ত্রকে ফের চিঠি কমিশনের! বাহিনী নিয়ে বিরাট কাণ্ড
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement