WB Municipal Election| Election Commission: "কয়েকঘণ্টা বাকি, নির্বাচন শান্তিপূর্ণ করুন", শেষবেলায় কমিশনের আর্জি জেলাগুলোকে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WB Municipal Election: শেষবেলায় জেলার নির্বাচনী আধিকারিকদের আরও বেশি সতর্ক হওয়ার আর্জি জানাল নির্বাচন কমিশন (Election Commission)।
#কলকাতা: শেষবেলায় পৌঁছে গিয়েছে বাংলার পুরভোটগ্রহণ পর্ব। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরইমধ্যে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বেশ কিছু হিংসার খবর এসেছে। যা নিয়ে কিছুটা হলেও উদ্বেগে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় জেলার নির্বাচনী আধিকারিকদের আরও বেশি সতর্ক হওয়ার আর্জি জানাল নির্বাচন কমিশন (WB Municipal Election| Election Commission)।
কমিশনের তরফে বলা হয়, "আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করুন। কমিশন (WB Municipal Election| Election Commission) কোনও অশান্তি চাইছে না। শান্তিপূর্ণভাবে ভোট এই মুহূর্তে আমাদের কাছে একমাত্র চ্যালেঞ্জ। আপনারা তার ব্যবস্থা করুন। রাজ্য নির্বাচন কমিশনের তরফ ২০ টি জেলার ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ দেওয়া হল এই মর্মে।
advertisement
advertisement
রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে কমিশনে (WB Municipal Election| Election Commission)। তাই শেষ বেলার ভোট যাতে নির্বিঘ্ন সম্পন্ন হয় তা নিয়ে উদ্যোগী কমিশন। তার জন্যই রাজ্য নির্বাচন কমিশন পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলল। ডিসট্রিক্ট ইলেকশন অফিসারদের মারফত এই নির্দেশ পুলিশের কাছে পৌঁছে দিতে চায় নির্বাচন কমিশন।
advertisement
এদিকে এরই পাশাপাশি পুরভোটের সকাল থেকে কমিশনে এখনও পর্যন্ত যা অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগগুলির নিরিখে প্রত্যেকটি জেলা থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। কমিশন (State Election Commission) সূত্রে খবর, রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করবে কমিশন।
প্রসঙ্গত, রবিবার বেলা বাড়তেই অশান্তির খবর আসতে শুরু করে বিভিন্ন জেলা থেকে (West Bengal Municipal Election)। একাধিক জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি ওঠে ইভিএম ভাঙচুর করার অভিযোগ। কোথাও প্রার্থীদের মধ্যে চুলোচুলির ছবি দেখা যায় তো কোথাও কান্নায় ভেসে যান প্রার্থী। বিক্ষিপ্ত অশান্তি ও বোমাবাজির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ধুলিয়ান ও জঙ্গিপুরে। সবমিলিয়ে কার্যত ঘটনাবহুল পুরভোট (West Bengal Municipal Election) দেখেছে রাজ্য। এই পরিস্তিতিতে শেষ বেলায় নতুন করে কোনও গণ্ডগোল চাইছে না কমিশন। তাই সতর্কতার কোনও ফাঁক রাখতে চাইছে না তারা (State Election Commission)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2022 4:33 PM IST