West Bengal Municipal Elections: পর পর ইভিএম ভাঙচুর, পুরভোটে নয়া কৌশল বিজেপি-র?

Last Updated:
ভাটপাড়ায় বুথের ভিতরে পড়ে রয়েছে ভাঙা ইভিএম৷
ভাটপাড়ায় বুথের ভিতরে পড়ে রয়েছে ভাঙা ইভিএম৷
উত্তর ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডেও ইভিএম ভেঙে ফেলেছেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী সুবোধ বন্দ্যোপাধ্যায়৷ যদিও ওই বুথের প্রিসাইডিং অফিসার দাবি করেন, ইভিএম-এর কোনও ক্ষতি হয়নি৷
advertisement
ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটায় উত্তেজনা ছড়ায় ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর বুথেও৷ সেখানেও অভিযোগের তির বিজেপি-র দিকে৷ তবে প্রার্থী নয়, তাঁর অনুগামীরাই ইভিএম ভেঙেছেন বলে অভিযোগ৷ সবক্ষেত্রেই মূলত ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ইভিএম ভাঙা হয়েছে৷ বন্ধ হয়ে গিয়েছে ভোটগ্রহণ৷
advertisement
ভাটপাড়ার ঘটনায় অবশ্য বিজেপি-র ভূমিকা অস্বীকার করেছেন স্থানীয় সাংসদ অর্জুন সিং৷ তাঁর দাবি, স্থানীয় মানুষই ক্ষুব্ধ হয়ে ইভিএম ভেঙেছেন৷ রীতিমতো হুঁশিয়ারির সুরে ব্যারাকপুরের সাংসদ বলেন, 'যু্দ্ধ শুরু হয়ে গিয়েছে৷ যেভাবে ভোট হচ্ছে, তা দেখেই স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন মানুষ৷ যুদ্ধক্ষেত্রে আক্রান্ত হলে তো পাল্টা আক্রমণ করতেই হবে৷ বেলা আরও বাড়লে দেখুন এখানে কী হয়৷'
advertisement
Arun Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections: পর পর ইভিএম ভাঙচুর, পুরভোটে নয়া কৌশল বিজেপি-র?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement