West Bengal Municipal Elections: তৃণমূলের দু' বারের কাউন্সিলর, নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েই বেদম মার খেলেন প্রার্থী

Last Updated:

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই নির্দল প্রার্থীকে নির্বিচারে কিল, চড়, ঘুষি মারতে থাকেন কয়েকজন যুবক (Independent candidate attacked in Uttar Barrackpore)৷

আক্রান্ত নির্দল প্রার্থী দেবাশিস দে৷
আক্রান্ত নির্দল প্রার্থী দেবাশিস দে৷
#ব্যারাকপুর: তৃণমূলের দু' বারের কাউন্সিলর ছিলেন৷ টিকিট না পেয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন৷ কিন্তু ভোটের দিন সকালে বেদম মার খেলেন উত্তর ব্যারাকপুুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশিস দে (West Bengal Municipal Elections)৷
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই নির্দল প্রার্থীকে নির্বিচারে কিল, চড়, ঘুষি মারতে থাকেন কয়েকজন যুবক৷ মারের চোটে রক্তাক্ত হন নির্দল প্রার্থী৷ দেবাশিসবাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা তাঁর উপরে হামলা চালিয়েছে৷ পাল্টা নির্দল প্রার্থীর বিরুদ্ধে বুথে গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল৷
advertisement
advertisement
নির্দল প্রার্থী দেবাশিস বাবুর দাবি, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের একটি বুথে বহিরাগতরা ভোটারদের প্রভাবিত করছিল বলে তিনি অভিযোগ পান৷ এই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে গিয়ে একজন তৃণমূল কর্মীকে হাতেনাতে ধরেন তিনি৷
নির্দল প্রার্থীর অভিযোগ, ওই তৃণমূল কর্মী একজন ভোটারকে নিয়ে বুথের ভিতরে ঢুকছিলেন৷ এই নিয়ে কথা কাটাকাটির মধ্যেই দেবাশিসবাবুর উপরে হামলা চালান কয়েকজন৷ রাস্তার উপরেই তাঁকে বেদম মারা হয়৷ কোনওক্রমে সেখান থেকে পালান তিনি৷
advertisement
পরে দেবাশিস বাবু বলেন, 'তৃণমূলের পোষা গুন্ডারা আমার উপরে হামলা চালিয়েছে৷ এরা তৃণমূলের পোষা গুন্ডা, তৃণমূলের বদনাম করছে৷ এদের মধ্যে লাল্টু ঘোষ নামে একজনকে গোটা এলাকার মানুষ ক্রিমিনাল হিসেবে চেনেন৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal Municipal Elections: তৃণমূলের দু' বারের কাউন্সিলর, নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েই বেদম মার খেলেন প্রার্থী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement