WB Cabinet Reshuffle: চন্দ্রিমাকে অর্থ ছাড়লেন মমতা! অনুমোদন রাজ্যপালের, মন্ত্রিসভায় আর কোন চমক?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WB Cabinet Reshuffle: রাজ্যপাল জগদীপ ধনখড় একটি ট্যুইটে মন্ত্রিসভার রদবদল অনুমোদনের সিদ্ধান্ত জানান মঙ্গলবার সকালে। ট্যুইটে জানানো হয়, চন্দ্রিমা ভট্টাচার্য অর্থের দায়িত্ব পাচ্ছেন, এর আগে মুখ্যমন্ত্রী সামলাচ্ছিলেন এই দায়িত্ব।
#কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল (WB Cabinet Reshuffle)। অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Givernor Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) অর্থ মন্ত্রক ছেড়ে দিলেন। অর্থ দপ্তরের পূর্ণমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। অন্যদিকে পুর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী হলেন ফিরহাদ হাকিম। রাজ্য মন্ত্রিসভা রদবদলের জল্পনা ছিল আগেই। এরইমধ্যে জানা যায় রদবদলের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত। নিয়মমাফিক অনুমোদনের জন্য নবান্ন থেকে রাজভবনে পাঠানো হয় ফাইল।
রাজ্যপাল জগদীপ ধনখড় একটি ট্যুইটে মন্ত্রিসভার রদবদল অনুমোদনের সিদ্ধান্ত জানান মঙ্গলবার সকালে। ট্যুইটে জানানো হয়, চন্দ্রিমা ভট্টাচার্য অর্থের দায়িত্ব পাচ্ছেন, এর আগে মুখ্যমন্ত্রী সামলাচ্ছিলেন এই দায়িত্ব। অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিমকে দেওয়া হয়েছে পুর ও নগর উন্নয়ন দফতর এবং শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্যের পৌর বিষয়ক দফতর।
advertisement
advertisement
WB Guv Shri Jagdeep Dhankhar reallocates portfolios under article 166(3)- with Smt. Chandrima Bhattacharya getting Charge of Finance, earlier with CM & Shri Firhad Hakim also getting Department of Urban Development & Municipal Affairs earlier held by Smt. Chandrima Bhattacharya. pic.twitter.com/FZdJgP3vUH
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 8, 2022
advertisement
উল্লেখ্য, রাজ্য বিধানসভার বাজেট (Bengal Budget) অধিবেশনের শেষেই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এমন জল্পনা সম্প্রতি শোনা যাচ্ছিল রাজ্যের প্রশাসনিক মহলে। সূত্রের খবর, রাজ্যের বেশ কয়েকজন বর্ষীয়ান মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দফতর (WB Cabinet Reshuffle) দেওয়া হতে পারে। যে মন্ত্রীদের নাম নিয়ে জল্পনা চলছে, তাঁরা ২০১১ সালের প্রথম থেকেই মমতার মন্ত্রিসভায় (West Bengal Cabinet Reshuffle) ছিলেন। তাঁদেরই কারও কারও ক্ষেত্রে সামান্য রদবদল হতে পারে মনে করছিল রাজনৈতিক মহল। বিশেষ করে আগামী পঞ্চায়েত ভোটের আগে সেই রদবদল প্রস্তুতি স্বরূপ ও ভাবা হচ্ছিল।
advertisement
প্রসঙ্গত, বিধানসভার শীতকালীন অধিবেশন (Assembly Budget Session) চলাকালীন গত নভেম্বর মাসে ছোট আকারে মন্ত্রীদের দফতর বদল (WB Cabinet Reshuffle) করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার আগে ৪ নভেম্বর প্রয়াত হন প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর হাতে থাকা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে। শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্নাকে ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল। সঙ্গে ওই দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহাকেও রেখে দেওয়া হয়েছিল।
advertisement
এর আগে ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁর দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়াকে। ওই দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদাকে। মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে অসুস্থ থাকায় তাঁকে দফতরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি তাঁর প্রয়াণে মন্ত্রিসভায় একটি দফতর ফাঁকা হয়েছে। সেই দফতরে মুখ্যমন্ত্রী নতুন কোনও মন্ত্রী নেবেন কি না বা পুরোনো কোনও মন্ত্রীর (WB Cabinet Reshuffle) দফতর বদল করবেন কি না তা এখনও জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 12:49 PM IST