Abhishek Banerjee: গোয়ায় কি ফুটবে ঘাসফুল ? আজ গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee's Goa Tour: অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার গোয়ায় গিয়ে দলের সংগঠন সে রাজ্যে মজবুত করার চেষ্টা করেছেন ৷ তাই গোয়ায় ঘাসফুল ফুটলে সেটা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ৷
কলকাতা: গোয়াতে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই কি চমক দেখাবে তৃণমূল ? সোমবার সন্ধ্যায় প্রকাশিত বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে ৷ বিভিন্ন বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, গোয়ায় কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ত্রিশঙ্কু হবে ফলাফল। সে কারণে কোনও দলকে ম্যাজিক ফিগারে পৌঁছতে তৃণমূলের সমর্থন প্রয়োজন হতেই পারে ৷ আর সেটা হলে অবশ্যই দারুণ খবর তৃণমূল কংগ্রেস এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ৷
গোয়া বিধানসভার ভোটে এবারের অন্যতম রাজনৈতিক ফ্যাক্টর হিসাবে তৃণমূল কংগ্রেস কতটা উজ্জ্বল হতে পারে সেদিকে নজর রয়েছে সকলের। সেই জায়গা থেকে বুথ ফেরত সমীক্ষার গুরুত্বও রয়েছে অপরিসীম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে গোয়ায় একাধিকবার গিয়ে দলের সংগঠন সে রাজ্যে মজবুত করার চেষ্টা করেছেন ৷ তাই গোয়ায় ঘাসফুল ফুটলে সেটা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তৃণমূলের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে ৷
advertisement
advertisement
Abhishek Banerjee will be reaching #Goa tonight .. He will stat there for the result day … In #Goa what happens after the results may be more interesting..@news18dotcom
— Kamalika Sengupta (@KamalikaSengupt) March 8, 2022
কার্যত বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়াতে বড় ভূমিকা নিতে চলেছে তৃণমূলই। আজ, মঙ্গলবার রাতেই গোয়া পৌঁছনোর কথা অভিষেকের ৷ থাকবেন নির্বাচনের ফলাফল বের হওয়া পর্যন্ত ৷ আগামিকাল, বুধবার গোয়া যেতে পারেন মহুয়া মৈত্রও ৷
advertisement
গোয়া বিধানসভায় ৪০টি আসন রয়েছে ৷ অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, গোয়ায় কংগ্রেস পেতে পারে ১৫ থেকে ২০টি আসন ৷ তুলনায় বিজেপি জিততে পারে ১৪ থেকে ১৮টি আসন ৷ গোমন্তক পার্টি ২-৫টি আসন আর অন্যান্যরা জিততে পারে সর্বাধিক ৪টি আসন ৷ যদিও সি-ভোটার জানাচ্ছে, গোয়ায় বিজেপি জিততে পারে ১৩ থেকে ১৭টি আসন ৷ কংগ্রেস ১২ থেকে ১৬টি আসন জিততে পারে ৷ আর তৃণমূল কংগ্রেসের জোট জিততে পারে ৫ থেকে ৯টি আসনে ৷ যে জোটে রয়েছে গোমন্তক পার্টিও ৷ পর্যবেক্ষকদের মতে, গোয়ায় যদি সি ভোটারের সমীক্ষা মিলে যায়, তাহলে তৃণমূলের সেখানে ‘কিং মেকার’ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সর্বভারতীয় রাজনীতিতে যা অবশ্যই ভাল খবর হবে তৃণমূলের জন্য ৷ গোয়ায় তৃণমূলের রাজনৈতিক প্রভাব বাড়ানোর ক্ষেত্রে মূল কারিগর অবশ্যই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
কমলিকা সেনগুপ্ত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 12:13 PM IST