Russia-Ukraine War: ভয়ঙ্কর ৫০০ কেজির রুশ বোমা এসে পড়ল ইউক্রেনের শহরে ! ছবি দেখেই আঁতকে উঠছেন মানুষ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
500-kg Russian bomb fell on a Ukraine residential building: ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, এই বোমাটি হয়তো ফাটেনি ৷ কিন্তু এই ধরনের অনেক বোমাই ফেটেছে ইউক্রেনের বিভিন্ন শহরে ৷ যার জন্য প্রাণ গিয়েছে নিরপরাধ নারী, পুরুষের ৷
কিভ: ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর আকার নিয়েছে ৷ রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাতে কোনও ভরসাই নেই ইউক্রেনের সাধারণ মানুষের ৷ ঘর-বাড়ি ছেড়ে দেশের সাধারণ মানুষ কোথায় পালাবেন, তা ভেবে পাচ্ছেন না ৷ মাত্র ১০-১২ দিনের মধ্যেই কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ ৷ আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করা হচ্ছে ৷ এরই মধ্যে সম্প্রতি একটি বোমার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা (Russia-Ukraine War) ৷
৫০০ কেজির ওই রুশ বোমা পড়েছে উত্তর ইউক্রেনের চেরনিহিভে ৷ তবে ভাগ্যক্রমে কোনও কারণবশত সেটা ফাটেনি ৷ সেই বোমার ছবিই এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মাধ্যমে ৷
advertisement
This horrific 500-kg Russian bomb fell on a residential building in Chernihiv and didn’t explode. Many other did, killing innocent men, women and children. Help us protect our people from Russian barbarians! Help us close the sky. Provide us with combat aircraft. Do something! pic.twitter.com/3Re0jlaKEL
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 6, 2022
advertisement
৫০০ কেজির এত বড় বোমা দেখে আঁতকে উঠেছেন প্রত্যেকেই ৷ ইউক্রেনের বিদেশমন্ত্রীর দাবি, এই বোমাটি হয়তো ফাটেনি ৷ কিন্তু এই ধরনের অনেক বোমাই ফেটেছে ইউক্রেনের বিভিন্ন শহরে ৷ যার জন্য প্রাণ গিয়েছে নিরপরাধ নারী, পুরুষের ৷ কুলেবার আর্জি, ‘‘রুশ বর্বরদের থেকে আমাদের বাঁচান ৷ আকাশপথ বন্ধ করতে সাহায্য করুন ৷ যুদ্ধবিমান পাঠান ৷ কিছু একটা অন্তত করা হোক ৷ ’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 8:14 AM IST