Horoscope Today: রাশিফল ৮ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, March 8, 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

রাশিফল ৮ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
রাশিফল ৮ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, March 8, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ নিজের ওপর আত্মবিশ্বাস থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়াই ভাল। কঠিন পরিস্থিতি অনেকটাই শুধরে যাবে। নতুন সম্পর্কে যাওয়া যেতে পারে।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নিজের জন্য খুব উচ্চ মান নির্ধারিত হয়ে গিয়েছে, এটি অর্জনের জন্য নিজেকে আরও শক্ত এবং কঠিন করে তুলতে সফলতা আসবে। আজ সঙ্গীর কাছ থেকে মূল্যবান পরামর্শ মিলতে পারে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। পেশাগত বা ব্যক্তিগত কারণে ছোট ট্রিপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অহঙ্কার আজ সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হবে কেন না কাজের জায়গায় নেতৃত্ব এবং মূল্যবান অবদানের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। যাঁরা রিয়েল এস্টেটে লেনদেন করছেন তাঁদের দিনটি উজ্জ্বল হবে। প্রলোভন দেখা দিলেও সৎ পথে থাকা অপরিহার্য।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অন্যদিনের তুলনায় অতিরিক বকবক করতে হতে পারে। সহকারীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে ভাল। সম্পর্কের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হতে চলেছে আজকের দিনটি।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। বাইরের কার্যকলাপ এবং ব্যায়ামের জন্য দিনটি অনুকূল। নিখুঁত প্রেম খুঁজতে হলে আশা ছাড়তে হবে। পছন্দের কাজ করে অর্থ উপার্জন করার একটি সুযোগ মিলতে পারে।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সাধারণ মানুষ এবং সেই কারণেই সম্পর্ক নিয়ে কাজ করার সময় কৌশলের অভাব রয়েছে। অন্য কারও কাজের জন্য আজ জবাবদিহি করতে হতে পারে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। পরিবারের কাছ থেকে কিছু বিধিনিষেধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত প্রয়োজনীয় কাজ এই কয়েকদিনে বেশ ভাল এগিয়েছে, এ জন্য আজ আত্মবিশ্বাস বেশি থাকবে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মনকে বোঝাতে হবে এখন আর অতীতকে ভয় পাওয়ার কিছু নেই। নিজেকে নিয়ে ভাবনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পার্টনারশিপে কাজ করলে আজকে বাড়িতে এবং কর্মক্ষেত্র উভয় ক্ষেত্রেই অনেক ভাল ফল মিলবে। কোনও সম্পর্কে স্থির হতে চাইলে আজকের দিনটি একটি দুর্দান্ত দিন চিহ্নিত করা যায়।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। পেট সংক্রান্ত রোগের কারণে আজ স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। যাঁরা রিয়েল এস্টেট বা নির্মাণ ব্যবসায় রয়েছেন তাঁদের জন্য ভালো দিন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। বর্তমানে কেরিয়ার বেশ অগ্রগতির দ্বারপ্রান্তে রয়েছে। অন্যকে কথা দেওয়া এঁদের চরিত্রের স্বভাব নয়। সবদিক থেকে বিভিন্ন সুযোগের উত্থান নিয়ে আসতে চলেছে আজকের দিনটি।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ৮ মার্চ; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement