Voter Card: সর্বনাশ! কল্যাণীতে এ কী মিলল ভবঘুরের ব্যাগে! খুলে দেখতেই সকলের মাথায় হাত! রিপোর্ট চাইল খাস নির্বাচন কমিশন, কী মিলল জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Voter Card: জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

এ কী মিলল?
এ কী মিলল?
কল্যাণী: নভেম্বর মাস থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর। তার আগেই শোরগোল ফেলে দিলেন কল্যাণীর এক ভবঘুরে। ওই ভবঘুরের কাছ থেকে উদ্ধার হল শতাধিক ভোটার কার্ড। এরপরেই শোরগোল পড়ে গেল কল্যাণীতে। ঘরবাড়ি নেই তাঁর, অথচ রয়েছে ব্যাগভর্তি ভোটার কার্ড! পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ
advertisement
ওই ভবঘুরেকে আটক করা হয়েছে বলে খবর। পাশাপাশি, জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালনদিয়ার জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট দিতে বলল নির্বাচন কমিশন। দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ কমিশনের।
advertisement
advertisement
জানা গিয়েছে, কল্যাণীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকায় এক ভবঘুরে ব্যক্তির ঝুলি থেকে উদ্ধার হয়েছে শতাধিক ভোটার কার্ড। শুক্রবার সকালে ওই ভবঘুরেকে দেখে সন্দেহ হয় স্থানীয় দুই যুবকের। এরপরই ওই ভবঘুরে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তাঁরা। এরপরই তাঁর সঙ্গে থাকা ব্যাগ খুঁজে দেখতেই একাধিক ভোটার কার্ড মেলে। এরপর তাঁকে আটকে রাখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে
advertisement
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম উত্তম প্রসাদ, হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা তিনি। কল্যাণী সীমান্তে তাঁর দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেনরাস্তায় হাঁটতে বেরিয়ে ঘাস দিয়ে চাপা অবস্থায় ওই ভোটের কার্ডগুলি দেখতে পান তিনি। ঘাস সরিয়ে তা উদ্ধার করে রেখে দেন নিজের কাছেই। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তির থেকে প্রায় শতাধিক ভোটার কার্ড উদ্ধার করা গিয়েছে। যার মধ্যে তিনটি অসমের। বাকিগুলি কল্যাণীর বিভিন্ন ওয়ার্ডের
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter Card: সর্বনাশ! কল্যাণীতে এ কী মিলল ভবঘুরের ব্যাগে! খুলে দেখতেই সকলের মাথায় হাত! রিপোর্ট চাইল খাস নির্বাচন কমিশন, কী মিলল জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement