Partha Chatterjee Viral Picture: গয়নার বিপণীতে পার্থ, পাশে বসা মহিলা কি অর্পিতা! ছবি ঘিরে তুমুল জল্পনা

Last Updated:

শনিবার হঠাৎই এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ইডি সূত্রে খবর, ছবিটি উত্তর চব্বিশ পরগণার অভিজাত একটি গয়নার বিপণীর৷

গয়নার বিপণীতে বসে পার্থ, পাশে বসা মহিলা কে?
গয়নার বিপণীতে বসে পার্থ, পাশে বসা মহিলা কে?
#কলকাতা: গয়নার বিপণীতে বসে আছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আর তার পাশে পিছন ফিরে বসে রয়েছেন এক মহিলা৷ এই ছবি ঘিরেই এখন নতুন করে চাঞ্চল্য পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে৷ পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসা ওই মহিলার মুখ দেখা না গেলেও, তিনি প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ অর্পিতা বলেই মত অনেকের৷
শনিবার হঠাৎই এই ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ ইডি সূত্রে খবর, ছবিটি উত্তর চব্বিশ পরগণার অভিজাত একটি গয়নার বিপণীর৷ তবে ছবিটি কবেকার তা স্পষ্ট নয়৷ ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
advertisement
advertisement
পার্থর সঙ্গে গয়নার বিপণীতে এক মহিলার ছবি দেখে অনেকেরই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবির কথা মনে পড়ছে৷ শহরের একটি নামী গয়নার শোরুমে শোভন এবং বৈশাখীর কেনাকাটার ছবি সামনে এসেছিল৷ তাঁদেরকেই মনে করিয়ে দিল পার্থ চট্টোপাধ্যায়ের এই ছবি৷
ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়ের দু'টি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদের সঙ্গে প্রচুর গয়নাও উদ্ধার করেছে ইডি৷ স্বভাবতই এই ছবি সামনে আসার পর পার্থ সঙ্গে থাকা মহিলাকে অর্পিতা বলেই ধরে নিচ্ছেন নেট ব্যবহারকারীদের একাংশ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee Viral Picture: গয়নার বিপণীতে পার্থ, পাশে বসা মহিলা কি অর্পিতা! ছবি ঘিরে তুমুল জল্পনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement