টানা বৃষ্টির জেরে সবজির দাম আকাশছোঁয়া
Last Updated:
উৎসবের মরশুম শেষ। তারপরও সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। অতি বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ও সবজি চাষে।
#কলকাতা: উৎসবের মরশুম শেষ। তারপরও সবজির দামে লাগাম টানা যাচ্ছে না। অতি বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ও সবজি চাষে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভিন রাজ্য থেকেও সবজির আমদানি বন্ধ। দুইয়ের সাঁড়াশি চাপে শহরের পাইকারি বাজারে সবজির জোগান কম। ফলে খুচরো বাজারেও শীতের ফসলসহ অন্যান্য সবজির দাম আকাশছোঁয়া।
নিম্নচাপের বৃষ্টিতে রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে ধান ও সবজি চাষে। অতি বর্ষণে বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন। মাঠেই নষ্ট হয়েছে শস্য ও সবজি। তার প্রভাব সরাসরি পড়েছে বাজারে। চাহিদার তুলনায় জোগান কম থাকায়, সব সবজিরই দাম বেড়েছে। পাইকারি বাজারে পাল্লা প্রতি অর্থাৎ পাঁচ কেজি হিসেবে সবজির দাম একলাফে ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। দেখে নেওয়া যাক আনাজপাতির পাইকারি বাজার দর।
advertisement
গত মরশুম পাইকরি বাজারে ৫ কেজি বাঁধাকপির দাম ছিল ১২০ টাকা, এবার বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকা। টমেটোর দাম ছিল ১৫০ টাকা, এ মরশুমে বেড়ে হয়েছে ২২০ টাকা। কাঁচালঙ্কা গত মরশুমে পাইকারি বাজারে ৫ কেজি ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এ মরশুমে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্যাপসিকম এ মরশুমে বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। ৫ কেজি গাজর এ বছর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩৫০ - ৪০০ টাকায়। ৫ কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। শসা গত বছর ৮০ থেকে ৯০ টাকা বিক্রি হয়েছিল। এ বছর দাম ১২০ টাকা। ৫ কেজি রাঙা আলুর দাম ছিল ৫০ টাকা, এখন ১০০ টাকা। একই ভাবে ঢেঁরসের দাম বেড়েছে পাল্লা প্রতি ১০০ টাকা। ৫ কেজি মটরশুঁটির এখন বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। দাম বেড়েছে কচুরও। ফুলকপি পিস প্রতি ৫ টাকা দাম বেড়েছে।
advertisement
advertisement
জোগান না বাড়লে দাম কমার কোনও সম্ভাবনা নেই বলে দাবি পাইকারি বাজার সমিতির কর্তাদের।
তার জেরেই বাজারে সবজির জোগানে ঘাটতি দেখা দিয়েছে। চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম একেবারে লাগামছাড়া। আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝাড়খণ্ড, রাঁচি, বেঙ্গালুরু থেকেও সবজি আমদানি বন্ধ।ফলে শহরের খুচরো বাজারগুলিতে শীতের ফসলসহ অন্যান্য সবজির দাম আকাশছোঁয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2017 11:56 AM IST