Uttar Pradesh ambulance molestation: অ্যাম্বুল্যান্সে মহিলাকে যৌন নিগ্রহ, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে! গাজিয়াবাদে হাড় হিম করা ঘটনা

Last Updated:

গত ৩০ অগাস্ট চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে৷ জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: অ্যাম্বুল্যান্সে করে অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন স্ত্রী৷ মহিলার অসহায়তার সুযোগ নিয়ে চলন্ত অ্যাম্বুল্যান্সের মধ্যেই তাঁর যৌন নিগ্রহের চেষ্টা করল চালক এবং সহকারী৷ প্রতিবাদ করায় ওই মহিলা এবং তাঁর স্বামীকে চলন্ত অ্যাম্বুল্যান্স থেকে অক্সিজেনের মাস্ক খুলে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ যার জেরে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার স্বামীর৷
গত ৩০ অগাস্ট চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে৷ জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷ প্রথমে স্বামীকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে নিয়ে যান ওই মহিলা৷ কিন্তু ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ চালানোর মতো ক্ষমতা না থাকায় মহিলা তাঁর স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ তখনই একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করেন ওই মহিলা৷
মহিলার অভিযোগ, অ্যাম্বুল্যান্সের চালক নিজের পাশে বসতে তাঁকে বাধ্য করে৷ এর পর গাড়ি চলতে শুরু করতেই মহিলাকে যৌন নিগ্রহ করতে শুরু করে ওই অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারী৷
advertisement
ওই মহিলা ঘটনার প্রতিবাদ করতেই তাঁকে এবং তাঁর স্বামীকে অ্যাম্বুল্যান্স থেকে ফেলে দেয় বলে অভিযোগ৷ এমন কি, অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দেওয়ার সময় মহিলার স্বামীর অক্সিজেন সাপোর্টও খুলে দেয় অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারী৷ ঘটনায় গুরুতর আহত হন মহিলার অসুস্থ স্বামী৷
ওই মহিলা গোটা ঘটনার কথা ফোনে তাঁর ভাইকে জানান৷ তাঁর ভাইয়ের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ মহিলার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর স্বামীর মৃত্যু হয়৷
advertisement
ওই মহিলার আরও অভিযোগ, তাঁর গয়নাও লুঠ করা হয়েছে৷ একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন, পুলিশ অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারীকে ধরার কোনও চেষ্টাই করেনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Uttar Pradesh ambulance molestation: অ্যাম্বুল্যান্সে মহিলাকে যৌন নিগ্রহ, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে! গাজিয়াবাদে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement