Uttar Pradesh ambulance molestation: অ্যাম্বুল্যান্সে মহিলাকে যৌন নিগ্রহ, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে! গাজিয়াবাদে হাড় হিম করা ঘটনা

Last Updated:

গত ৩০ অগাস্ট চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে৷ জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: অ্যাম্বুল্যান্সে করে অসুস্থ স্বামীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন স্ত্রী৷ মহিলার অসহায়তার সুযোগ নিয়ে চলন্ত অ্যাম্বুল্যান্সের মধ্যেই তাঁর যৌন নিগ্রহের চেষ্টা করল চালক এবং সহকারী৷ প্রতিবাদ করায় ওই মহিলা এবং তাঁর স্বামীকে চলন্ত অ্যাম্বুল্যান্স থেকে অক্সিজেনের মাস্ক খুলে ঠেলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ যার জেরে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার স্বামীর৷
গত ৩০ অগাস্ট চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে৷ জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন৷ প্রথমে স্বামীকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজে নিয়ে যান ওই মহিলা৷ কিন্তু ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ চালানোর মতো ক্ষমতা না থাকায় মহিলা তাঁর স্বামীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন৷ তখনই একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করেন ওই মহিলা৷
মহিলার অভিযোগ, অ্যাম্বুল্যান্সের চালক নিজের পাশে বসতে তাঁকে বাধ্য করে৷ এর পর গাড়ি চলতে শুরু করতেই মহিলাকে যৌন নিগ্রহ করতে শুরু করে ওই অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারী৷
advertisement
ওই মহিলা ঘটনার প্রতিবাদ করতেই তাঁকে এবং তাঁর স্বামীকে অ্যাম্বুল্যান্স থেকে ফেলে দেয় বলে অভিযোগ৷ এমন কি, অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দেওয়ার সময় মহিলার স্বামীর অক্সিজেন সাপোর্টও খুলে দেয় অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারী৷ ঘটনায় গুরুতর আহত হন মহিলার অসুস্থ স্বামী৷
ওই মহিলা গোটা ঘটনার কথা ফোনে তাঁর ভাইকে জানান৷ তাঁর ভাইয়ের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ মহিলার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর স্বামীর মৃত্যু হয়৷
advertisement
ওই মহিলার আরও অভিযোগ, তাঁর গয়নাও লুঠ করা হয়েছে৷ একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন, পুলিশ অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক এবং তার সহকারীকে ধরার কোনও চেষ্টাই করেনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Uttar Pradesh ambulance molestation: অ্যাম্বুল্যান্সে মহিলাকে যৌন নিগ্রহ, ছুড়ে ফেলা হল অসুস্থ স্বামীকে! গাজিয়াবাদে হাড় হিম করা ঘটনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement