Utsashree Portal: হাইকোর্টের সঙ্গে 'ওপর চালাকি'! প্রধান শিক্ষককে ধরে আনার নির্দেশ বিচারপতির 

Last Updated:

Utsashree Portal: ২৪ পরগনার বাগদার হাই স্কুলের ঘটনায় বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে প্রধান শিক্ষককে ধরে আনতে নির্দেশ জারি করেছেন বিচারপতি।

উৎসশ্রী পোর্টাল মামলায় আদালত
উৎসশ্রী পোর্টাল মামলায় আদালত
#কলকাতা: হাইকোর্টের সঙ্গে 'ওপর চালাকি' প্রধান শিক্ষককে ধরে আনতে পুলিশ সুপারকে নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) মামলায় আদেশ পেয়েও ওপরচালাকি করেছে স্কুল, স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এবং প্রধান শিক্ষক। ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ জারি করে জানায় বাগদার নলডুগরি হাইস্কুলের শিক্ষক দীপক বিশ্বাসের বদলি সংক্রান্ত আবেদনের এনওসি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। এই বিষয়টিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে অন্য একজন শিক্ষক এর বদলি সংক্রান্ত নির্দেশ দেয় স্কুল কর্তৃপক্ষ ৮ মার্চ। এরপর ওই মামলাকারী শিক্ষকের আবেদন সিঙ্গেল টিচার হওয়ার কারণে শিক্ষক-ছাত্র অনুপাত দেখিয়ে কার্যত বিবেচনা করা হয়নি।
উত্তর ২৪ পরগনার বাগদার হাই স্কুলের এমন ঘটনায় বিস্মিত বিচারপতি (Calcutta High Court) অভিজিৎ গঙ্গোপাধ্যায়।শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে প্রধান শিক্ষককে ধরে আনতে নির্দেশ জারি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল প্রশাসককেও ধরে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। ২ জনকেই হাইকোর্টে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। দুজনের হাইকোর্টে পেশ সুনিশ্চিত করতে বাগদা থানাকেও সক্রিয় হতে নির্দেশ বিচারপতির। ১৬ মার্চ দুপুর দুটোয় প্রধান শিক্ষককে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বাগদা নলডুগরি হাইস্কুলের ঘটনায় উৎসশ্রী পোর্টালের (Calcutta High Court) বদলি সংক্রান্ত বিষয় নিয়ে ফের সরগরম শিক্ষাঙ্গন। শিক্ষা অধিকর্তাকে ওই স্কুলের সমস্ত বদলি স্থগিত রাখতেও নির্দেশ হাইকোর্টের। ৮ মার্চ অন্য শিক্ষকের NOC বিবেচনার পর কেন হাইকোর্টের (Calcutta High Court) ২৩ ফেব্রুয়ারি নির্দেশ মোতাবেক স্কুল সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টির ব্যাখা চায় আদালত।
advertisement
এর আগে আদালত দক্ষিণ দিনাজপুরের বদলি সংক্রান্ত মামলায় একাধিক প্রশ্ন তোলে। উৎসশ্রী পোর্টালের (Calcutta High Court) সুবিধা না দিয়ে বিষয়টিকে অনর্থক জটিল করা হয়। কোনও কোনও ক্ষেত্রে টাকার লেনদেনও আড়ালে কাজ করে বলে হাইকোর্ট (Calcutta High Court) সন্দেহ প্রকাশ করে। বাগদার স্কুল শিক্ষকের আইনজীবী উজ্জ্বল রায় জানান, ''হাইকোর্ট-এর নির্দেশকে এক্ষেত্রে অবজ্ঞা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ২৫ ফেব্রুয়ারির মধ্যেই স্কুল সহ সবপক্ষকে জানানো হয়। এরপরেও আমার মক্কেলের বদলির সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য একজনকে জেনে-বুঝে বদলি সংক্রান্ত অনৈতিক সুবিধা করে দেওয়া হয়েছে।"
বাংলা খবর/ খবর/কলকাতা/
Utsashree Portal: হাইকোর্টের সঙ্গে 'ওপর চালাকি'! প্রধান শিক্ষককে ধরে আনার নির্দেশ বিচারপতির 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement