এখনও শ্বাসকষ্ট রয়েছে, অস্থিরতা নিয়ন্ত্রণে এলে তবেই পরিচালক অনীক দত্তের অ্যাঞ্জিওগ্রাম

Last Updated:

মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরিচালক অনীক দত্ত। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনীক

#কলকাতা: মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরিচালক অনীক দত্ত। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনীক। পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা। কেমন আছেন ৬২ বছর বয়সি পরিচালক? হাসপাতাল সূত্রে খবর, রক্তে অন্যান্য উপাদানের ভারসাম্য ঠিক থাকলেও এখনও শ্বাসকষ্ট রয়েছে পরিচালক অনীক দত্তের। তবে, খুবই অল্প মাত্রায় অক্সিজেন লাগছে।
হাসপাতাল জানিয়েছে, শ্বাসকষ্ট একটু নিয়ন্ত্রিত হলেই ‘সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম’ করা হবে। এতে বোঝা যাবে, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছে কী না, সংক্রমণ ঠিক কতটা পরিমাণ ছড়িয়েছে। একইসঙ্গে হৃদযন্ত্র থেকে যে রক্তনালীগুলো ফুসফুস পর্যন্ত যায়, তারও স্পষ্ট ছবি পাওয়া যাবে। হাসপাতাল সূত্রে খবর, এখনও ‘আইটিইউ’-তেই রয়েছেন অনীক দত্ত। বুধবার সকাল থেকে অবস্থা অনেকটাই স্থিতিশীল। রয়েছেন অক্সিজেন সাপোর্টে, ফলে অস্থিরতা খানিক কমে।
advertisement
অনেকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক। পরিচালককে একাধিক বার চিকিৎসা করানোর পরামর্শও দেন তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন অনীক। শ্যুটের ব্যস্ততার জন্য তিনি সময়ও পাচ্ছিলেন না। তবে শীত পড়ায় তাঁর শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে। এর পরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনও শ্বাসকষ্ট রয়েছে, অস্থিরতা নিয়ন্ত্রণে এলে তবেই পরিচালক অনীক দত্তের অ্যাঞ্জিওগ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement