Crime News: সাতসকালে ধর্মতলা এলাকায় তুমুল চাঞ্চল্য! মৃতদেহ উদ্ধার ঘিরে সাংঘাতিক কাণ্ড, হুলুস্থুল

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। অজ্ঞাত পরিচয় যুবক চুরি করতে এসেছিল কিনা সেই নিয়ে আশঙ্কা করছে গ্রামবাসীরা।

News18
News18
কলকাতা: সাতসকালে ধর্মতলা এলাকায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য। নিউটাউন লাগোয়া ধর্মতলা পাচুরিয়া এলাকার ঘটনা। সাতসকালে পাড়ার মধ্যেই একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
কীভাবে অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হল তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। অজ্ঞাত পরিচয় যুবক চুরি করতে এসেছিল কিনা সেই নিয়ে আশঙ্কা করছে গ্রামবাসীরা। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
advertisement
অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে মৃত যুবকের সাইকেল এবং একাধিক সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কারণ নিয়ে ধোঁয়াশা কাটছে না কোনওভাবেই। আদৌ ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ আধিকারিকেরা। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সব কারণ স্পষ্ট হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: সাতসকালে ধর্মতলা এলাকায় তুমুল চাঞ্চল্য! মৃতদেহ উদ্ধার ঘিরে সাংঘাতিক কাণ্ড, হুলুস্থুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement